সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জনের মধ্যে ১ জনের মৃত্যু

ইমান২৪.কম: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ ৮ জন দগ্ধ হয়েছে। দগ্ধ ৮ জনের মধ্যে এক শিশু মারা গেছে। আজ শুক্রবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

দগ্ধরা হলেন- সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৫), তাদের ছেলে নিশান (১৪) ও সুমনের ফুপু আতর বেগম (৭০)। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ শিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চার ইউনিট পাঠায়।

তবে আমরা যাওয়ার আগে আগুন নিভে যায়। গ্যাস লিকেজ ছিল। জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়। এসময় বিস্ফোরণে একজন নিহত হন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ধলপুর সিটি কর্পোরেশনের কোয়ার্টারে থাকতেন তারা। তারা সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন। নিহতের পরিচয় জানতে চেষ্টা করছি।

ফেসবুকে লাইক দিন