সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ২২ বিদ্রোহী
ইমান২৪.কম: সিরিয়ার ইদলিব প্রদেশের কাছে অস্ত্রবিরতি পালন করা জোনে সরকারি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ২২ বিদ্রোহী। শুক্রবার এ ঘটনা ঘটে।
মানবাধিকার বিষয়ক সিরিয় পর্যবেক্ষণ গ্রুপ জানায়, ইদলিব প্রদেশের পার্শ্ববর্তী হামা প্রদেশের উত্তরে প্রত্যন্ত এলাকায় বিদ্রোহীদের একটি ঘাঁটি দখল করে নেওয়ার সময় সরকারি সৈন্যদের সঙ্গে যুদ্ধ বেঁধে যায়।
এতে ওই ২২ বিদ্রোহী নিহত হয়। প্রদেশটি জাইশ আল-ইজ্জা গ্রুপ নিয়ন্ত্রণ করে। ইদলিব এবং এর কয়েকটি পার্শ্ববর্তী এলাকায় বিদ্রোহী ঘাঁটি রয়েছে। যেখানে সাম্প্রতিক মাসগুলিতে রাশিয়ার সমর্থিত সিরিয়ার সরকার নিয়ন্ত্রণ নেয়।
আরও পড়ুন: স্কুলের বেতনের টাকা দিতে না পারায় অভিমানে ছাত্রীর আত্মহত্যা
ইরান থেকে আবার অপরিশোধিত জ্বালানি তেল আমদানি শুরু করবে জাপান