সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির আটক করেছে পুলিশ
ইমান২৪.কম: সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমিরকে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাতে আটক করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে আটক করা হয় বলে জানা যায়।
পুলিশ জানায়, সদর থানার এসআই আজিম উদ্দিন একদল পুলিশ নিয়ে পৌর এলাকার সমাজকল্যাণ মোড়ে জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের বাড়ি অভিযান চালান।
পরে তাকে নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক করা হয়। শাহীনুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সদর থানার ওসি মোহাম্মদ দাউদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।