সিদ্ধান্ত গ্রহন সহজ করে 🌿সালাতুল ইস্তিখারা🌿
কোন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে দুই রাকাআত নফল নামায পড়ে ইস্তিখারার দুয়া করবে। ইনশাআল্লাহ সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা সহজ হয়ে যাবে। এই নামায যেকোনো সময় পড়া যায়। রাসূল (সাঃ) সাহাবীদেরকে এ নামায শিক্ষা দিয়েছেন অত্যন্ত গুরুত্বের সঙ্গে।
কোনো কোনো বুযুর্গের অবিজ্ঞতা এই যে, রাতে ঘুমানোর আগে সাত রাত এ আমল করা হলে সে কাজের বিষয়ে স্বপ্নে কোনো ইঙ্গিত পাওয়া যায় কিংবা কোনো একদিকে মনের ঝোঁক হয়ে যায়। সে অনুযায়ী কাজে অগ্রসর হলে ইনশাআল্লাহ তাতে মঙ্গল হবে।
হযরত জাবির (রাঃ) বলেন, রাসূল (সাঃ) আমাদেরকে এমনভাবে ইস্তিখারা শেখাতেন যেভাবে শেখাতেন কুরআনের কোনো সূরা। তিনি বলেছেন, তোমাদের কেউ যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছা করে তখন যেন দুই রাকাআত নামায পড়ে এবং এই দুয়া করে–
اللهم اني أستخيرك بعلمك،واستقدرك بقدرتك،واسالك من فضلك العظيم،فانك تقدر ولا أقدر،وتعلم ولا أعلم،وانت علام الغيوب. اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني،ومعاشي،وعاقبة أمرى،(أو قال:عاجل امري،واجله)فاقدره لي،ويسره لي،ثم بارك لي فيه،وان كنت تعلم أن هذا الامر شرلي في ديني،ومعاشي،وعاقبة أمري،(أو قال:عاجل أمري واجله) فاصرفه عني،واصرفني عنه،واقدر لي الخير حيث كان،ثم ارضني به. (بخارى:ما جاء في التطوع مثني ١٥٥/١)
অর্থঃ ইয়া আল্লাহ!
আমি আপনার জ্ঞানের সাহায্যে কল্যাণকর বিষয় লাভ করতে চাই। আর সে বিষয়ে সমর্থ হতে চাই আপনার শক্তিতে। আমি প্রত্যাশা করি আপনার মহা অনুগ্রহের কিছু অংশ। কেননা আপনি শক্তিমান, আমি অক্ষম।
আপনি জ্ঞানী, আমি অজ্ঞান। সকল গায়েবের জ্ঞান রয়েছে আপনারই কাছে।
ইয়া আল্লাহ!
যদি এ কাজ আমার দ্বীন ও দুনিয়ার জন্য কল্যাণকর হয় তবে তা আমার জন্য নির্ধারন করুন, আর তা সম্পন্ন করা আমার পক্ষে সহজ করুন। অতঃপর তা আমার জন্য বরকতময় করুন।
আর যদি এ কাজ আমার দ্বীন ও দুনিয়ার জন্য এবং পরিণামের দিক থেকে ক্ষতিকর হয় তবে তার ও আমার মাঝে ব্যবধান সৃষ্টি করুন। আর যাতে রয়েছে কল্যাণ তারই তাওফীক আমাকে দান করুন, অতঃপর আমার অন্তরে প্রশান্তি দান করুন।
দুয়াতে “هذا الأمر” শব্দ বলার সময় সে কাজের কথা উল্লেখ করবে কিংবা মনে মনে তার দিকে ইঙ্গিত করবে।