সাভারে সার্জন না হয়েও অপারেশন অত:পর রোগীর মৃত্যু
ইমান২৪.কম: সাভারে সার্জন না হয়েও ভুল অপারেশন করায় এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার হেমায়েতপুর সেন্ট্রাল হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহতের স্বজন সুমন জানান, পিত্তে পাথর হওয়ায় গত রবিবার গৃহবধূ আমেনা বেগম (৩২) ওই হাসপাতালে ভর্তি হন। গতকাল হাসপাতালের পরিচালক ডা. আবু তাহের তাকে অপারেশনের জন্য থিয়েটারে নিয়ে যান।
একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য গাড়িতে তুলে দেয়। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, অনুমোদন বিহীন হাসপাতালটির পরিচালক ডা. আবু তাহের নিজেই অ্যানেস্থেসিয়া দেন। একই ভাবে তিনি সার্জন না হয়েও অপারেশন করছেন।
এ ঘটনার পর থেকে ওই হাসপাতাল কর্তৃপক্ষ গাঢাকা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমজাদুল হক বলেন, তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাভার মডেল থানার এস আই সোহেল মিয়া জানান, ভুল চিকিত্সায় রোগীর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।