সরকারের একতরফা মনোভাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় : রিজভী

ইমান২৪.কম: জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপে সরকারের একতরফা মনোভাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২ নভেম্বর) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।

এ সময় নির্বাচনের আগে বেগম জিয়ার মুক্তিসহ বিএনপির ৭ দফা দাবি মেনে না নিলে রাস্তায় নামার হুঁশিয়ারি বিএনপির এই সিনিয়র নেতার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সরকারি জোটের সংলাপে সরকারের একগুয়েমি মনোভাব গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য বড় ধরণের অশনিসংকেত।

সংলাপে মানুষের মনে যে আশাবাদ জেগেছিল, সংলাপ শেষে সেই আশার মুকুল ঝরে পড়ে যেতে শুরু করেছে।’ তিনি বলেন, ‘সংলাপ শেষে সাত দফার প্রতি সাড়া না দেয়ায় আওয়ামী অনড়তায় সুষ্ঠু নির্বাচনের অগ্রগতি তিমিরাচ্ছান্ন হলো।’

আরও পড়ুন: আবারো আ.লীগকে নির্বাচিত করার আহ্বান খাদ্যমন্ত্রীর

সংলাপের আগ্রহ জানিয়ে প্রধানমন্ত্রী‌কে বি চৌধুরীর চি‌ঠি

ফেসবুকে লাইক দিন