সমাবেশের পরিবর্তে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি বিএনপির
ইমান২৪.কম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার পূর্ব ঘোষিত সোহরাওয়ার্দি উদ্যানের কর্মসূচি স্থাগিত করেছে। এর পরিবর্তে ৮ ফেব্রুয়ারি ঢাকায় এবং ৯ ফেব্রুয়ারি সারা দেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে।
দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারান্তরীণ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে এই সমাবেশ ঘোষণা করা হয়েছিলো।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পরিবর্তিত কর্মসূচির ঘোষণা করেন।
তিনি বলেন, আগামী শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শুধু ঢাকায় বিএনপির উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। এছাড়া ৯ ফেব্রুয়ারি দেশব্যাপী একই দাবিতে ঢাকা মহানগরী বাদে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
আরও পড়ুন: থানার দেয়ালে আ.লীগ নেতার মাথা থেঁতলে দিল সন্ত্রাসীরা
জমজমের পানি নিয়ে গবেষণা করে জাপানি বিজ্ঞানীর বিস্ময়!
‘ধর্ষণ ও নারী নির্যাতন বৃদ্ধির পেছনে ধর্মহীন শিক্ষা ও অশ্লীল সংস্কৃতি দায়ী’
১ হাজার ৯২ দিন পর অবশেষে মুক্তি পেলেন নিরীহ জাহালম
শিশুদের দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি, ভুয়া স্ত্রীসহ পুলিশের এসআই আটক
এখন থেকেপুলিশের বিরুদ্ধেও অভিযোগ করা যাবে সরাসরি, খোলা হয়েছে কমপ্লেইন সেল