সংলাপে বিশেষ কোন সমাধান পাইনি -ড. কামাল, ৭ দফার আন্দোলন চলবে: রব

ইমান২৪.কম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও জোটের নেতাদের সঙ্গে বহুল প্রতীক্ষিত সংলাপে বিশেষ কোনো সমাধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।

১ নভেম্বর, বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংলাপ শেষে বেরিয়ে রাজধানীর বেইলি রোডে নিজ বাসভবনে গিয়ে সংবাদ সম্মেলনে কামাল এ কথা জানান।

‘আমরা গে‌ছিলাম আজকে গণভব‌নে। সেখা‌নে প্রধানমন্ত্রীর স‌ঙ্গে আমা‌দের সংলাপ ছিল। আমরা তিন ঘণ্টা সেখা‌নে ছিলাম। আমরা আমা‌দের বিভিন্ন নেতৃবৃন্দ যারা গে‌ছি‌লেন, তারা সবাই তা‌দের ম‌তো ক‌রে কথা তু‌লে ধর‌লেন’, বলেন কামাল।

এর আগে সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন- ‘১৯৭৩ সালে গণপরিষদ ভেঙে দিয়েই প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়। বঙ্গবন্ধু সংসদের সমাপনী অধিবেশনে ঘোষণা দিয়েছিলেন যে, বিশ্বের বুকে তারা একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।’

‘তা‌দের অ‌ভি‌যো‌গের কথা, সরকা‌রের নানান ব্যাপার নি‌য়ে যে তারা উ‌দ্বিগ্ন, সে কথা তু‌লে ধ‌রে‌ছেন। সবার কথা শোনার প‌রে প্রধানমন্ত্রী বেশ লম্বা বক্তব্য দি‌লেন। ত‌বে ওখা‌নে আমরা বি‌শেষ কোনো সমাধান পাই‌নি’, যোগ করেন ঐক্যফ্রন্টের নেতা।

কিছুদিন ধরে গণমাধ্যম ও সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে থাকা সংলাপ শুরু হয় সন্ধ্যা ৭টার পর। সাড়ে ৩ ঘণ্টার বেশি সময় ধরে চলা সংলাপ শেষে ১০টা ৫০ মিনিটে গণভবন থেকে বের হন কামাল। পরে নিজের বাসায় গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি।

সংলাপে আলোচনার বিষয়ে বর্ষীয়ান এই রাজনীতিক বলেন, ‘আমা‌দের কথা আমরা ব‌লে এ‌সে‌ছি। উ‌নি (প্রধানমন্ত্রী) উনার কথাগু‌লো ব‌লে‌ছেন। উনার ম‌নের কথা, অবস্থান আমরা কী ক‌রে বুঝ‌ব?’

‌তি‌নি ব‌লেন, ‘শুধু একটা ব্যাপারে, সভা-সমাবেশের ব্যাপারে উনি যেটা বললেন, একটা ভালো কথা বলেছেন।’

ঐক্যফ্রন্টের আরেক নেতা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ব‌লে‌ন, ‘স্যার (কামাল) আপনা‌দের এই কথাই ব‌লে‌ছেন যে, আমরা আমা‌দের ৭ দফা দা‌বি কর্মসূ‌চি দি‌য়ে‌ছি; মানা না মানার দা‌য়িত্ব তো সরকা‌রের। এই নি‌য়ে আমা‌দের আ‌ন্দোলন কর্মসূ‌চি অব্যাহত থাক‌বে।’

‌লি‌খিত বক্ত‌ব্যে গণ‌ফোরা‌মের নির্বাহী ক‌মি‌টির সদস্য সুব্রত চৌধুরী বলে‌ন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর স‌ঙ্গে যে আ‌লোচনা, আমরা ম‌নে ক‌রি, এটা দীর্ঘ সময় ধ‌রে হ‌য়ে‌ছে। প্রধানমন্ত্রীর সূচনা বক্ত‌ব্যের পর ড. কামাল বক্তব্য দেন। তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যফ‌ন্টের ৭ দফা তু‌লে ধ‌রে‌ছেন।’

‘মাননীয় প্রধানমন্ত্রী ব‌লে‌ছেন, ঢাকাসহ সারা‌ দে‌শে সভা-সমা‌বেশ ও রাজ‌নৈ‌তিক কর্মসূ‌চির ওপর কোনো বাধা থাক‌বে না। রাজ‌নৈ‌তিক দলসমূহ যে যেখা‌নে সভা-সমা‌বেশ কর‌তে চাই‌বে, তা‌দের কোনো বাধা দেওয়া হ‌বে না এবং আইনশৃঙ্খলা বা‌হিনী‌কে ই‌তিম‌ধ্যে তি‌নি নির্দেশনা দি‌য়ে‌ছেন। আর রাজ‌নৈ‌তিক মামলা ও গা‌য়েবি মামলা সম্প‌র্কে ব‌লে‌ছেন, ‘‘সেই মামলাগু‌লোর তা‌লিকা দেন। আমরা অবশ্যই ব্যবস্থা নেব এবং যা‌তে হয়রা‌নি না হয় তারও ব্যবস্থা নেব।’’ উত্থাপিত দা‌বি-দাওয়া নি‌য়ে আ‌লোচনা ভ‌বিষ্য‌তে অব্যাহত থাক‌বেন ব‌লে জা‌নি‌য়েছেন প্রধানমন্ত্রী।’

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সাংবাদিকরা জানতে চান, খা‌লেদা জিয়ার মু‌ক্তির বিষয় নি‌য়ে আ‌লোচনা করা হ‌য়ে‌ছে কি না। জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপা‌রে আ‌লোচনা করা হ‌য়ে‌ছে। তি‌নি (প্রধানমন্ত্রী) সু‌নি‌র্দিষ্টভাবে কিছু বলেন‌নি। প্রধানমন্ত্রী ব‌লে‌ছেন, এই বিষয়গু‌লো নি‌য়ে ভ‌বিষ্য‌তে আরও আ‌লোচনা হ‌তে পা‌রে।’

সংলা‌পে বিএন‌পি আশাবাদী কি না, এমন প্র‌শ্নের জবাবে দলটির মহাস‌চিব ব‌লেন, ‘আ‌মি তো আ‌গেই বলে‌ছি, আ‌মি সন্তুষ্ট নই।’

সংলাপে নির্বাচনের আলোচনা প্রসঙ্গে ফখরুল ব‌লেন, ‘তফ‌সিল প্রস‌ঙ্গে কথা বল‌লে প্রধানমন্ত্রী বলে‌ছেন, এটা তা‌দের এখ‌তিয়ার নয়, এটা নির্বাচন ক‌মিশন দেখ‌বে।’

এর আগে গণভবন থেকে বের হওয়ার সময় ড. কামালের কাছে আলোচনার বিষয়ে জানতে চান সাংবাদিকরা। তিনি তাদের জানান, আলোচনা ভালো হয়েছে। অন্যদিকে বিএনপির মহাসচিব ফখরুল জানান, আলোচনায় তিনি সন্তুষ্ট নন।

আরও পড়ুন: সংলাপে সন্তুষ্ট নই: ফখরুল

আমরা সংবিধানের বাইরে যাব না : ওবায়দুল কাদের

বিএনপির নেতৃত্ব হারাবেন খালেদা-তারেক!

৭ দিনের মধ্যে ধূলোর মতো সব উড়ে যাবে : মান্না

অন্যান্য দলগুলোর সঙ্গেও সংলাপে বসতে রাজি প্রধানমন্ত্রী: কাদের

ফেসবুকে লাইক দিন