সংলাপে কোনো সমাধান আসেনি : মান্না

ইমান২৪.কম: গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপেও কোনো ‘সমাধান’ আসেনি বলে জানিয়েছেন, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আজ বুধবার (৭ নভেম্বর) গণভবনে সকাল ১১টা থেকে ৩ ঘণ্টার সংলাপ শেষে সাংবাদিকদের মান্না বলেন, ‘আলোচনা মনঃপূত হয়নি। সংলাপে কোনো সমাধান আসেনি।’

জাতীয় ঐক্যফ্রন্ট নিজেদের মধ্যে আলোচনা করে পরে সংলাপের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলে জানান, নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না। বৈঠক শেষে গণভবন থেকে বেরিয়ে আসার পর জাতীয় ঐক্যফ্রন্টের অন্য নেতাদের কেউ আলোচ্য বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমদ সাংবাদিকদের বলেন, ‘সংবিধান পরিপন্থী ও সাংঘর্ষিক কিছু বক্তব্য তারা নিয়ে এসেছেন, যেটি গ্রহণযোগ্য নয়। সংলাপ এখানে শেষ।

শিডিউল ঘোষণার পর তারা যদি কোনো ব্যাপারে আবার বসতে চান, আপত্তি নেই।’ এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেন, ‘দু’পক্ষই নিজেদের দাবিতে অনড়। কোনো ঐকমত্যে পৌঁছানো যায়নি। ঐক্যফ্রন্ট আবারও সংলাপের দাবি জানিয়েছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’

ইমান২৪.কম: আফগানিস্তানে তালেবানের হামলায় অন্তত ২০ সীমান্তরক্ষী নিহত

প্রধানমন্ত্রীকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ১৬ ইসলামিক দলের অঙ্গীকার

ফেসবুকে লাইক দিন