সংলাপের পর তফসিল ঘোষণা করতে ইসিকে চিঠি দিচ্ছে ঐক্যফ্রন্ট
ইমান২৪.কম: সংলাপ শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
আজ শনিবার যেকোনো সময় এই চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হবে বলে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু প্রথম আলোকে বলেন, সংলাপ শেষ না হওয়ায় পর্যন্ত জন্য যেন তফসিল ঘোষণা করা না হয়, সে জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হচ্ছে। সংলাপ শেষ হলে যেন তফসিল ঘোষণা করা হয়, সে বিষয়টি চিঠি উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: সংলাপে সন্তুষ্ট নই: ফখরুল
সংলাপে প্রধানমন্ত্রীকে যা বলেছেন ড. কামাল
নিরপেক্ষ আচরণ করলে এই সরকারের অধীনে নির্বাচনে যেতে আমাদের আপত্তি নেই: বি চৌধুরী
সংলাপে বিশেষ সমাধান পাইনি -ড. কামাল, ৭ দফার আন্দোলন চলবে: রব
পাকিস্তানে প্রভাবশালী ধর্মীয় নেতা ও বিশিষ্ট আলেম মাওলানা সামিকে কুপিয়ে হত্যা