ষড়যন্ত্র থেকে বিরত থাকার জন্য বিএনপি’র প্রতি আহবান: প্রধানমন্ত্রীর
ইমান২৪.কম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন বানচালেরষড়যন্ত্র থেকে বিরত থাকার জন্য বিএনপি’র প্রতি আহবান জানিয়ে বলেছেন, তারা এই অপচেষ্টা করলেও সফলকাম হতে পারবে না। কারণ, জনগণ আওয়ামী লীগের সঙ্গে রয়েছে। প্রধানমন্ত্রী এ সময় গত বুধবার রাজধানীতে বিএনপি’র সন্ত্রাসীদের পুলিশের ওপর হামলা এবং তাদের গাড়িতে অগ্নিসংযোগের কঠোর সমালোচনা করে এ ধরনের হামলা প্রতিরোধে জনগণকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, ‘যেহেতু বিএনপি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে, কাজেই আমি তাদেরকে বলতে চাই তাদের প্রচেষ্টা এমন হওয়া উচিত যাতে করে নির্বাচনটা অনুষ্ঠিত হতে পারে, তাদের এটি বানচালের ষড়যন্ত্র করা উচিত নয়।’ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে তার ধানমন্ডিস্থ দলীয় কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের সভার প্রারম্ভিক ভাষণে এ কথা বলেন। খবর বাসসের।
বিএনপি ২০১৪ সালেও নির্বাচন বানচালে এ ধরনের ষড়যন্ত্র করলেও সফল হতে পারেনি উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘ভবিষ্যতেও তারা সফল হতে পারবে না। কারণ, জনগণ আমাদের সাথে রয়েছে।’ প্রধানমন্ত্রী এ সময় তাদের ভোট, গণতন্ত্র এবং সাংবিধানিক অধিকারকে সমুন্নত রাখতে বিএনপি’র সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। তিনি বলেন, ‘আমি বিএনপি’র যেকোন ধরনের সন্ত্রাস এবং মানুষকে বোমা মেরে পুড়িয়ে মারার প্রচেষ্টার বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানাব।
কারণ, জনগণের ভোট, গণতন্ত্র এবং সাংবিধানিক অধিকারকে নিজেদেরই রক্ষা করতে হবে।’ জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর দল সবসময়ই জনগণের পাশে রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘জনগণের অধিকােেক সমুন্নত করার জন্য আমরা সবসময়ই জনগণের পাশে রয়েছি এবং থাকবো।’ অর্থাৎ খুনের মামলা, ডাকাতি এবং দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্তরা তাদের নেতৃত্বে বহাল থাকতে পারবে এবং যেটা তারা প্রমাণও করেছে। প্রধানমন্ত্রী বলেন, যারা বড় বড় কথা বলে তারাই দুর্নীতিবাজদের সঙ্গে হাত মিলিয়েছে।
একদিক থেকে তারা ভালই করেছে কারণ আমি চাই নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেই পরিবেশ নিশ্চিত করতে চাই যেখানে জনগণ স্বাধীনভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’ প্রধানমন্ত্রী এ সময় আওয়ামী লীগের মননোয়ন প্রত্যাশীদের দলের মনোনয়নের জন্য ৪ হাজারের অধিক মনোনয়ন ফর্ম সংগ্রহের উল্লেখ করে বলেন,‘এত বিপুল সংখ্যক মনোনয়ন প্রত্যাশী থেকে ৩শ’ জনকে মনোনয়ন প্রদান করা সত্যিই খুব কঠিন কাজ। কিন্তু ইনশাল্লাহ আমরা তা করতে সক্ষম হব।’
প্রধানমন্ত্রী এ সময় দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি তাঁদের জীবন-মান উন্নয়নে জনগণ নৌকায় ভোট প্রদান করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে আশাবাদী- দেশের উন্নয়নের ধারা বজায় রাখার জন্য এবং তাঁদের জীবন-মানের উন্নয়নের জন্য জনগণ নৌকায় তাদের ভোট প্রদান করবে এবং আমরা অবশ্যই বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব, ইনশাল্লাহ।’