শ্বশুর বাড়ি থেকে বউ আনতে গিয়ে বর অঝোরে কাঁদছে!
ইমান২৪.কম: বিয়ের রীতি অনুযায়ী প্রতিটি মেয়েকে তার চিরচেনা নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়। পরিবারের লোকজন ছেড়ে অচেনা পরিবেশের দিকে এগোতে থাকে সেই নারী।
নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকা, সেখানে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়া, মা বাবাকে ছেড়ে যাওয়া এসবের জন্য প্রতিটি মেয়ের মধ্যে দুঃখ ভয় তো থাকেই। এজন্য মেয়েরা বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় সব মেয়েকে কাঁদতে দেখা যায়।
তবে কখনো কি শুনেছেন বউকে নিজের বাড়ি নিয়ে যাওয়ার সময় বরকে কাঁদতে? কি শুনে একটু অবাক হলেন নিশ্চয়? অবাক হওয়ারই কথা। তেমনটাই দেখা গেছে একটি ভিডিওতে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওটিতে দেখা যায় বউকে নিজের বাড়ি নিয়ে যাওয়ার সময় বর গাড়িতে বসে কাঁদছে।
তার পাশে বসে থাকা নববধূ স্বাভাবিক রয়েছে। তবে নববধূ স্বাভাবিক থাকলেও বরের আত্মীয়স্বজনরা তাকে কান্না করতে নিষেধ করেন। বরের ভাইয়ের ছেলে বলে কাকু চুপ করো না কাকু চুপ। ভিডিওটি মাত্র ৩০ সেকেন্ডের। এই ভিডিওটি অবাক করে দিয়েছে সবাইকে।
তবে বর কি কারণে কাঁদছে তা ভেবে পাচ্ছেন না অনেকে। অনেকেই ধারণা করছেন যে অনেকদিনের ভালোবাসা হয়তো সার্থক হয়েছে। পূর্ণতা পেয়েছে তাই বর কাঁদতে। আবার অনেকে বলছেন বউয়ের কষ্ট হয়তো সহ্য করতে পারছেন না তাই কাঁদছেন।
তবে অনেকেই মন্তব্য করেছেন সে ভিডিওতে। ভিডিওটি ঘিরে এসেছে প্রচুর হাস্যকর মন্তব্য। তার পাশাপাশি এসেছে প্রচুর ভিউস। কোথাকার ঘটনা তা জানা না গেলেও ভিডিওটি সামনে আসতেই ভাইরাল হয়েছে নিমেষে।