শেখ হাসিনা এক আইন, এক প্রভু হওয়ার জন্য মরিয়া: রিজভী

ইমান২৪.কম: শেখ হাসিনা এক আইন, এক প্রভু হওয়ার জন্য মরিয়া হয়ে আগামী জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন করার জন্য রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন এমন অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত যে কোনো সময় যে কোনো স্থান থেকে গুম করা হচ্ছে।

বৃহস্পতিবার ২৯ নভেম্বর সন্ধ্যায় নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

আগামী নির্বাচন নিয়ে সরকার ইচ্ছাকৃতভাবেই আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। জনগণের দম বন্ধ করতে ও ভোটারদেরকে নির্বাচন বিমুখ করার জন্যই বিএনপি নেতাকর্মীদেরকে ছেলে ধরাদের মতো গায়েব করে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকনকে আজ একটি গায়েবি মামলায় কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী ।

তিনি অভিযোগ করেন, ‘খায়রুল কবির খোকনকে মিথ্যা ও গায়েবি মামলায় জামিন না দিয়ে কারাগারে প্রেরণ আগামী একাদশ জাতীয় নির্বাচনকে একতরফাভাবে করারই আলামত।

তিনি দাবি করেন, ‘বিতর্কিত পুলিশ সুপার (এসপি) হারুনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ থাকা সত্ত্বেও তাকে গাজীপুর থেকে নারায়ণগঞ্জে বদলি করা হয়েছে। ইতঃপূর্বে গাজীপুরে তাকে দুইবার এসপি হিসেবে পোস্টিং দেওয়া হয়। সরকারের ইচ্ছানুযায়ী হারুনকে এসপি হিসেবে নারায়ণগঞ্জে বদলিপূর্বক পদায়নের উদ্দেশ্যই হচ্ছে-আগামী জাতীয় নির্বাচনকে সরকারের অনুকূলে নিতে অপকর্ম করা।

এছাড়া বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন রিজভী।

কুমিল্লা জেলা: চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়াকে গতকাল রাত ২টায় রাজধানীর কাকরাইল থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত তাকে আটকের বিষয়টি স্বীকার করছে না তারা। গোয়েন্দা পুলিশ ও র‌্যাব কার্যালয়ে খোঁজ করার পরও তার হদিস মেলেনি। আমি অবিলম্বে মিজানুর রহমান ভূঁইয়াকে জনসমক্ষে হাজির করে সুস্থ অবস্থায় তার পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।

ভোলা জেলা: জাতীয়তাবাদী যুবদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামী জাতীয় নির্বাচনে ভোলা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম নয়ন গতকাল মনোনয়নপত্র জমা দেন। আজ ৪টি মাইক্রোবাসে করে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা নয়নের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে কমপক্ষে ২৫ জন নেতাকর্মীকে গুরুতর আহত করেছে।

মাগুরা জেলা: মাগুরা জেলা বিএনপির সহসভাপতি মনোয়ার হোসেন খান একটি মিথ্যা মামলায় আজ মাগুরা জেলা জজ আদালতে জামিন নিতে গেলে তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এলাকায় ব্যাপক ধড়পাকড় শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে ২৩ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মহানগর দক্ষিণ: ৫৮ নম্বর ওয়ার্ডের জাতীয়তাবাদী যুবদল সভাপতি আজিজুল আলম লিটন, ৪৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি বাহাউদ্দিন আহমেদকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। ডেমরা থানা সারুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দল সহসভাপতি এ টি এম বাকি বিল্লাহ, যাত্রাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মনির হোসেন রনিকে নাশকতার মামলায় আটক করেছে পুলিশ

কামরাঙ্গীর চর থানার ওসি শাহীন ফকির প্রতিদিন ৮/১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করছে, এই ঘৃণ্য কর্মটি যেন তার রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

চট্টগ্রাম মহানগর: হালিশহর থানাধীন ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশাররফ হোসেন জামালের নামে কোনো মামলা না থাকা সত্ত্বেও গতকাল হালিশহর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

ঢাকা মহানগর উত্তর যুবদল: রূপনগর থানা যুবদলের যাদের গ্রেফতার করা হয়- শেখ ফখরুল ইসলাম শিপু; সহ সভাপতি, রূপনগর থানা যুবদল, মো. জাহাঙ্গীর বিশ্বাস; প্রচার সম্পাদক রূপনগর থানা যুবদল ও যুবদল নেতা মো. শাহজাহান শিকদার ও মো. মিন্টু মিয়াসহ মো. স্বেচ্ছাসেবক দলের নেতা আলাউদ্দিন।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হেনা আলাউদ্দিনের শান্তিনগরের বাসায় ডিবি পুলিশ তল্লাশির নামে ব্যাপক তাণ্ডব চালিয়েছে।

‘আমরা এই ক্রান্তিকাল, এই ভয়ভীতির অবসান চাই। আমরা চাই- ক্ষমতাসীনদের মধ্যে মানবতা জেগে উঠুক’ বললেন রিজভী।

আরও পড়ুন: জাতীয় পার্টিতে পদত্যাগের হিড়িক; কার্যালয়ে তালা!

ক্ষমতা হারালে কেউ রেহাই পাবেন না বাছাধন: আইনমন্ত্রী

এসপি-ডিসি সবকিছুই তাদের, সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে: পার্থ

জামায়াতের মধ্যেও অনেক মুক্তিযোদ্ধা আছেন : সংবাদ সম্মেলনে নজরুল

এবার ড. কামালের করফাঁকির তথ্যপ্রমাণ সংগ্রহে মাঠে নেমেছে দুদক

গায়েবি মামলায় মনোনয়ন পাওয়া বিএনপি নেতা খায়রুল কবির খোকন কারাগারে

ফেসবুকে লাইক দিন