শেখ হাসিনাকে ‘কওমী জননী’ উপাধি দিলেন আলেমরা
ইমান২৪.কম: দেশের কওমী মাদরাসার আলেমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমী জননী’ উপাধিতে ভূষিত করেছেন।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘শোকরানা মাহফিল’ থেকে এ উপাধী দেয়া হয়। শোকরানা মাহফিলে সারা দেশ থেকে কওমী মাদরাসার ছাত্র ও আলেমরা উপস্থিত হয়েছেন। সকাল ৯টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মাহফিল শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা শাহ আহমদ শফী।
কওমী আলেমদের উদ্দ্যেগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘শোকরানা মাহফিল’ শুরু হয়েছে। সকাল ৯টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এর আগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কওমী মাদরাসার আলেম ও ছাত্ররা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হন।
শোকরানা মাহফিলের সভাপতি মাওলানা শাহ আহমদ শফী ১০:৪৫ মিনিটে মঞ্চে উপস্থিত হন। এর কিছুক্ষণ পরই মাহফিলের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হন। এরপর প্রধানমন্ত্রী আহমাদ শফীর সাথে কুশল বিনিময় করেন। এছাড়া সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও নৌমন্ত্রী শাহজাহান খান উপস্থিত আছেন।
কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে সংসদে আইন পাস হওয়ায় এই ‘শোকরানা মাহফিল’-এর আয়োজন করা হয়েছে।
ঢাকাসহ সারা দেশের কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা বাস, ট্রেন, লঞ্চে করে ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা দিয়েছেন। রাজধানীর মিরপুর, ফার্মগেট, মোহাম্মদপুর, গুলিস্তান, শাহবাগসহ বিভিন্ন জায়গায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সোহরাওয়ার্দী উদ্যানের শোকরানা মাহফিলে অংশ নিতে যেতে দেখা গেছে। টিএসসি ও মাজারগেট দিয়ে মাহফিল স্থানে প্রবেশ করছেন সারা দেশ থেকে আসা বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
আরও পড়ুন: এই সরকার একটা ছোট লোকের সরকার: মান্না
কেটে টুকরা টুকরা করে অ্যাসিডে গলিয়ে দেওয়া হয় খাসোগির লাশ!
নিরপেক্ষ আচরণ করলে এই সরকারের অধীনে নির্বাচনে যেতে আমাদের আপত্তি নেই: বি চৌধুরী