শুধু মাত্র মো’দীর ভাষণ শু’নিয়ে ভোট মিলবে না, বিজে’পিকে ওয়াইসি

ইমান২৪.কম: শুধু মোদীর ভা’ষণ শুনিয়ে ভোট মিলবে না বলে বিজেপিকে কটাক্ষ করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

গতকাল বৃহস্পতিবার হায়দরাবাদে ওয়াইসি এ কটাক্ষ করেন। খবর এইাসময়-র। ওয়াইসি বলেন, মহারাষ্ট্র ও হরি’য়ানা বিধানসভা নির্বাচনে জিতলেও আসন কমেছে ক্ষমতাসীন দল বিজেপির।

আর এর জন্য দলের মেরুকরণ রাজনীতিকেই দূষলেন আসাদউদ্দিন ওয়াইসি। অবিলম্বে এই নীতি ত্যাগ করার পরামর্শও তিনি দিয়েছেন গেরুয়া শিবিরকে। তিনি বলেন, ‘বিজেপি দাবি করেছিল মহারাষ্ট্রে বিপুল ভোটে জয়ী হবে; কিন্তু আশানুরূপ ফল সেখানে হয়নি। আর আমি তো বলব, হরিয়ানায় তারা হেরেছে।

মেরুকরণের রাজনীতি ছেড়ে বিজেপির উচিত দেশের অর্থনীতি এবং গ্রামীণ দূরবস্থার প্রতি মনোযোগী হওয়া।’ বিহারের কিষানগঞ্জ উপনির্বাচনে বিজেপির সুইটি সিংকে ১০ হাজার ২০৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন এআইএমআইএম-এর প্রার্থী কামরুল হুদা।

বিধানসভা নির্বাচন উপনির্বাচনের ফল বিজেপির জন্য ‘সতর্কবার্তা’ বলে ওয়াইসি আরও বলেন যে, নির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে সময় বদলাচ্ছে এবং শুধুমাত্র প্রধানমন্ত্রীর জনসভার জোরে ভবিষ্যতে জয় পাওয়া সম্ভব হবে না।

তবে কংগ্রেস শীর্ষ নেতৃত্বকেও ছেড়ে কথা বলেননি এআইএমআইএম প্রধান। ওয়াইসির মতে, ‘আমার মনে হয় মহারাষ্ট্রে যথেষ্ট পরিশ্রম করেনি কংগ্রেস।

হরিয়ানাতেও আঞ্চলিক নেতাদের সাফল্যই ভোটের ফলে প্রতিফলিত হয়েছে বলে এখনও পর্যন্ত আমার মনে হয়েছে।’ দুটি রাজ্যেই জোট সরকার গঠন করতে হবে বিজেপিকে। দু জায়গাতেই গতবারের চেয়ে আসন কমেছে তাদের।

ফেসবুকে লাইক দিন