শুকরানা মাহফিল থেকে পিপার স্প্রেসহ আটক ২
ইমান২৪.কম: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিল থেকে পিপার স্প্রেসহ আবিদুর রহমান (১৯) ও আব্দুল্লাহ মামুন (১৯) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে দায়িত্বরত হাজারিবাগ থানার এএসআই মো. রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ রোববার তাদেরকে আটক করে শাহবাগ থানায় পাঠানো হয়েছে। আটক দুই জনের পোশাক ও আচরণ দেখে সন্দেহ হয়। কালী মন্দির গেট দিয়ে প্রবেশের সময় তাদের তল্লাশি করে পিপার স্প্রে পাওয়া যায়। এ সময় গোয়েন্দা সংস্থার লোকও ছিল। সন্দেহের ভিত্তিতে তাদের আটক করে শাহবাগ থানায় পাঠানো হয়েছে।
এর আগে রোববার বেলা পৌনে ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে অভিবাদন জানান কওমি মাদরাসা বোর্ডের চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। পরে প্রধান অতিথির আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।
আরও পড়ুন: শেখ হাসিনাকে ‘কওমী জননী’ উপাধি দিলেন আলেমরা
খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পথ খোলা: কাদের
নিরপেক্ষ আচরণ করলে এই সরকারের অধীনে নির্বাচনে যেতে আমাদের আপত্তি নেই: বি চৌধুরী