শুকরানা মাহফিলে বিদ্যুৎস্পর্শে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু
ইমান২৪.কম: আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কওমী মাদরাসা শিক্ষা সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ায় শুকরানা মাহফিল অনুষ্ঠিত হয়। শুকরিয়া মাহফিলে এসে বিদ্যুৎস্পর্শে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম সাইফুল ইসলাম।
সোহরাওয়ার্দী উদ্যানের সীমানা প্রাচীর টপকে পার হওয়ার সময় গ্রিলে থাকা বিদ্যুৎলাইনে স্পৃষ্ট হন সাইফুল।
এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল হবিগঞ্জের মাধবপুরের মুসলেহ উদ্দিনের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইসলামপুর মাদ্রাসার মেশকাত জামাতের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে সাইফুল সোহরাওয়ার্দী উদ্যানের সীমানা প্রাচীরের গ্রিল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। অসাবধানতাবশত গ্রিলে লেগে থাকা বিদ্যুতের তারে তিনি স্পৃষ্ট হন। তার সাথে থাকা অন্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানের সীমানা প্রাচীর টপকে প্রবেশের সময় এই দুর্ঘটনা ঘটে। তার লাশ জরুরি বিভাগের মর্গে রাখা আছে।”
আরও পড়ুন: শেখ হাসিনাকে ‘কওমী জননী’ উপাধি দিলেন আলেমরা
খালেদা জিয়াকে প্যারোলে মুক্তির জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পথ খোলা: কাদের
গোপন সুড়ঙ্গ পথ দিয়ে পালালেন শিবিরের নেতা-কর্মীরা
আন্দোলনের পথে বিএনপি; প্রস্তুতি গ্রহণের নির্দেশ হাইকমান্ডের
মহানবীর বিরুদ্ধে কিছু বললে বা কুটুক্তি করলেই ব্যবস্থা নেয়া হবে : প্রধানমন্ত্রী