শীঘ্রই নৌকা ডুবে যাবে : ড. জাফরুল্লাহ

ইমান২৪.কম: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ঐক্যফ্রন্ট নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকারের দুর্নীতির ভারে কলম নড়ে না। উচ্চ রক্তচাপ সরকারের মধ্যে। দুর্নীতির ভারে খুব শীঘ্রই নৌকা ডুবে যাবে। ফলে বিএনপির সুদিন ফিরে আসবে। রবিবার দুপুরে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দীর্ঘদিন পর হলেও বিএনপির মধ্যে গণতন্ত্র ফিরে এসেছে উল্লেখ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপি এখন সঠিক পথেই আছে। স্থায়ী কমিটির সিদ্ধান্তের উপর চেয়ারপারসনের পূর্ণ আস্থা রয়েছে। তিনি আরও বলেন, সুদিনে রয়েছে বিএনপি। জনগণ ঐক্যবদ্ধ। ফলে বিএনপির সুদিন ফিরে আসবে।

আরও পড়ুন: 

ফেসবুকে লাইক দিন