শহীদ জিয়ার কবরে বিএনপি শ্রদ্ধা নিবেদন
ইমান২৪.কম: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস স্মরণে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছে বিএনপি। বুধবার (৭ নভেম্বর) সকাল ১০টায় শেরে বাংলা নগরে জিয়ার সমাধিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্যসহ কর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
তারা প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতেও অংশ নেন। এ সময় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ নেতা আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর, মোহাম্মদ শাহজাহান, ইনাম আহমেদ চৌধুরী, এজেডএম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন,
সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শ্যামা ওবায়েদ, সানাউল্লাহ মিয়া, দেওয়ান সালাহউদ্দিন, আফরোজা আব্বাস, নাজিম উদ্দিন আলম, কাজী আবুল বাশারসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের উপস্থিত ছিলেন। এর আগে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে উত্তোলন করা হয়েছে দলীয় পতাকা। রঙ্গিন পোস্টার প্রকাশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে।
ইমান২৪.কম: আফগানিস্তানে তালেবানের হামলায় অন্তত ২০ সীমান্তরক্ষী নিহত
প্রধানমন্ত্রীকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ১৬ ইসলামিক দলের অঙ্গীকার