রেড জোন ঘোষণা, লকডাউনের সময় বাড়ল ২০ জুন পর্যন্ত

ইমান২৪.কম: আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল রেড জোন, বাড়ানো হল লকডাউন। শুক্রবার (৫ জুন) বিকেলে কক্সবাজার পৌর শহরঅকে রেড জোন ঘোষণা করা হয়েছে।

করোনা ঝুঁকিপূর্ণ রেড জোন হওয়ায় একইসাথে কক্সবাজারে লকডাউন ঘোষণা করা হয়েছে। কক্সবাজারের লকডাউন আগামী ২০ জুন পর্যন্ত চলবে।

জানা গেছে, সারাদেশে আরো রেডজোন ঘোষণার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আগামিকাল শনিবার (৬ জুন) রাত ১২টা থেকে শুরু হচ্ছে ১৪ দিনের ‘লকডাউন’। শেষ হবে আগামি ২০ জুন রাত ১১টা ৫৯ মিনিটে।

আগে লকডাউনে প্রতিদিন সীমিত আকারে কাঁচাবাজার খোলা থাকলেও এবার ব্যতিক্রমী ঘোষণা এসেছে।

এই ১৪ দিনে শুধু বৃহস্পতিবার ও রোববার ছাড়া কোন ভাবেই কাঁচা বাজার খুলতে পারবে না। তাও সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

তবে এই সময়ে একমাত্র ওষুধের দোকান ছাড়া সব ধরণের দোকান, মার্কেট, বাজার, হাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শুক্রবার (৫ জুন) ‘ইউএনও কক্সবাজার সদর’ ফেসবুক একাউন্টে কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ কামাল হোসেনের রেড জোন সম্পর্কিত ৭টি নির্দেশিকা প্রকাশ করেছেন। ওই নির্দেশনায় এমনতর নির্দেশনা দেয়া হয়েছে। সুত্র: কক্সবাজারভিশন.কম ও বিডি২৪লাইভ

ফেসবুকে লাইক দিন