রিজভী বলেছেন, সিইসির বক্তব্যে দলবাজ পুলিশ কর্মকর্তারা আরো উৎসাহিত হবে
ইমান২৪.কম: বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনশৃঙ্খলা বৈঠকে সিইসির বক্তব্য দলবাজ পুলিশ কর্মকর্তাদের আরো উৎসাহিত করবে। শুক্রবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, প্রতিনিয়ত আমাদের নেতা কর্মীদের হয়রানি করছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছিনা। নির্বাচন কমিশন যেন কানে কুলুপ এটে রেখেছে। এর আগে রিজভী বলেন, পুলিশের বেপরোয়া আচরণ ও হয়রানিতে আবারো ‘ফেনী মার্কা’ নির্বাচনের আলামত পাওয়া যাচ্ছে।
বিএনপি নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেফতার পাহাড়ি ঢলের মতো ধেয়ে চলেছে দেশব্যাপী। সোমবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, গতকালও ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, ঝিনাইদহ, ফেনী, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় অর্ধশতাধিক নেতা-কর্মীকে বিনা মামলায়, বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা পুলিশ।
সারাদেশে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেয়ার জন্য তালিকা তৈরি করছে। ‘স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের মধ্যে কারা কারা সরকার দলের সমর্থক, কারা বিরোধীদলের সমর্থক তাদের তালিকা করছে তারা।
এমনকি বিরোধীমতের সমর্থক হলে তাদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখা হচ্ছে। গোয়েন্দা পুলিশ পরিচয়ে মোবাইলেও তাদের হুমকি দিচ্ছে। পুলিশের প্রকাশ্য ও গোপন হুমকিতে এ নিয়ে দেশজুড়ে শিক্ষকদের মধ্যে আতংক বিরাজ করছে।’
রিজভী বলেন, আইন, আদালত ও প্রশাসনকে সম্পূর্ণরূপে গ্রাস করার পরে কব্জার মধ্যে থাকা নির্বাচন কমিশনকে একেবারে গিলে ফেলেছে সরকার। এখন নোংরাভাবে ইসিকে ব্যবহার করা হচ্ছে। কারণ ইসির কতিপয় কর্মকর্তা সেই সুযোগ করে দিয়েছে।
আরও পড়ুন: সরকার বিএনপির মনোনয়ন প্রত্যাশীর হত্যাকাণ্ড ঘটিয়েছে : রুহুল কবীর রিজভী