রাজাপুরে নির্বাচন কমিশনের নির্দেশ কেউ মানছে না

ইমান২৪.কম: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের নির্দেশ উপেক্ষা করে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টার অপসারণ না করায় আচরণবিধি লঙ্গনের অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ের মধ্যে সব নির্বাচনী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তা না হলে আইনি পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ গত ১৬ নভেম্বর এই নির্দেশনা দিয়ে বলেন, ১৮ নভেম্বরের মধ্যে নির্বাচনী ব্যানার-পোস্টার অপসারণ করা না হয় তাহলে ১৯ নভেম্বর থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনের বেধে দেওয়া সেই দ্বিতীয় দফার সময়ও রবিবার রাত ১২টায় শেষ হয়ে গেছে। অথচ কাজের কাজ কিছুই হয়নি।

সোমবার উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থীদের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টার বিভিন্ন স্থানে লাগানো রয়েছে। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থী ছাড়া রাজনৈতিক কর্মী নেতাদের পোস্টারও দেখা গেছে। নির্বাচন কেন্দ্রিক এসব পোস্টার অপসারণের কঠোর নির্দেশ দেওয়া হলেও গত কয়েক দিনে কোনো অগ্রগতি হয়নি।

নির্বাচন কমিশনের নির্দেশ মতে ১৮ নভেম্বরের মধ্যে সকল ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টার নিজ নিজ উদ্যোগে কোন প্রার্থীই তাদের লাগানো ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টার অপসারণ করেনি।

১৯ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল থানা পুলিশের সহায়তা নিয়ে ওই ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টার অপসারণ করেন। সকাল থেকে দুপুর বেলা ১টা পর্যন্ত অপসারণের কাজ চালানো হয়।

ফেসবুকে লাইক দিন