রাজশাহীতে বজ্রপাতে ট্রাক চালকের মৃত্যু
ইমান২৪.কম: রাজশাহীর চারঘাট উপজেলায় বজ্রপাতে হেবল (৫৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ডলার (৩৫) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খুদির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
হেবল উপজেলার ষলুয়া ইউনিয়নের সরদারপাড়া গ্রামের মৃত মরু সরদারের ছেলে। ডলার খুদির বটতলা এলাকার আবুল কাশেমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে তারা বাড়ি থেকে খুদির বটতলা বাজারে চা পানের জন্য যাচ্ছিলেন। পথে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক হেবলের মৃত্যু হয়। এ সময় আহত হন তার সঙ্গে থাকা ভ্যানচালক ডলার। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক হেবলকে মৃত ঘোষণা করেন। এছাড়া ডলারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মোজাম্মেল হক জানান, মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে তা হস্তান্তর করা হবে।
এদিকে, চারঘাট থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) আবদুল বারি জানান, রাতে বজ্রপাতের সময় এ অপমৃত্যুর ঘটনা ঘটে। তবে এ ঘটনায় থানায় কোনো অপমৃত্যুর (ইউডি) মামলা হবে না। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: ধর্ষণের সময় যুবকের পুরুষাঙ্গ কেটে দিলো গৃহবধূ
ফেনীতে এবার প্রধান শিক্ষকের ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা
শবেবরাত সহীহ হাদীস দ্বারা প্রমাণিত: মুফতী আব্দুল মালেক (দলিলসহ)
শিক্ষা কর্মকর্তাকে খুশি করতে স্কুলছাত্রীদের দিয়ে গভীর রাতে নাচের আয়োজন