দিশেহারা ভারত, একদিনে ৫০ হাজার মানুষ করোনাক্রান্ত

ইমান২৪.কম: ভারতে একদিনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫০ হাজার মানুষ। যেখানে মোট মৃত্যু ছাড়িয়েছে ৩২ হাজার।

ফলে দেশটিতে টানা ২০ দিন ধরে ৫০ হাজারের বেশি শনাক্ত হয়েছে। এদিকে করোনায় আক্রান্ত হয়েছে মার্কিন সেনাবাহিনীর ২৫ হাজারেরও বেশি সদস্য।

ব্রাজিলে করোনায় মৃত্যু ৮৭ হাজার ছাড়িয়েছে। তৃতীয়বার পরীক্ষায় করোনা নেগেটিভ আসায় কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

তবে প্রকাশ্যে মাস্ক খুলে চলাফেরায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। ভিয়েতনামে শুধু সোমবার ১১ জন শনাক্ত হয়েছে।

টানা চার মাস করোনামুক্ত থাকার পর শনিবার প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়।

এদিকে, সংক্রমণ বাড়ায় ফের নতুন করে লেবাননে লকডাউন করা হয়েছে। করোনায় বিশ্বে মোট মৃত্যু ৬ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে।

শনাক্ত এক কোটি ৬৬ লাখের বেশি মানুষ। সুস্থ হয়েছেন ১ কোটির বেশি মানুষ।

এদিকে, একদিনে সাড়ে ৪০০ মানুষের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু দেড় লাখ ছাড়িয়েছে।

ফেসবুকে লাইক দিন