রহ’স্যজনকভাবে মা’মলার এজহার থেকে বাদ পড়লো অন্যতম অ’ভিযুক্ত অমিত সাহা

ইমান২৪.কম: বুয়েটের দ্বি’তীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে হ’ত্যা’র ঘটনায় ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মা’মলা দায়ের করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবরারের বাবা বরকত উল্লাহ বাদী

হয়ে একটি হ’ত্যা মা’মলা দায়ের করেছেন। মা’মলায় ১৯ জনকে আসামি করা হয়েছে। এদিকে এই মা’মলা থেকে রহস্যজনক ভাবে বাদ পড়েছে এই হ’ত্যাকান্ডের অন্যতম অ’ভিযুক্ত

বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপ সম্পাদক অমিত সাহা। খোঁজ নিয়ে জানা যায় সে শেরে-বাংলা হলের ২০১১ নং রুমে থাকতো যে রুমে আবরারকে নির্মমভাবে নির্যাতন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আবরারের একাধিক সহপাঠি অ’ভিযোগ করে বলেন, এই হ’ত্যাকান্ডের সাথে অমিত সাহা সরাসরি সম্পৃক্ত কিন্ত রহস্যজনকভাবে মা’মলার এজহার থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে।

বিভিন্ন্য পথ পত্রিকা ও টেলিভিশনেও তার সমপৃক্ততার খবর প্রচার করা হলেও তাকে আইনের আওতায় নেওয়া হয় নি। অনতিবিলম্বে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

এদিকে এ ঘটনায় ছাত্রলীগের গঠিত দুই সদস্যের তদন্ত কমিটির দেওয়া তথ্যের ভিত্তিতে সংগঠনটির বুয়েট শাখা থেকে ১১ নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। এই লিস্টের মধ্যেও তার নাম খুঁজে পাওয়া যায় নি।

ফেসবুকে লাইক দিন