আজ সেই ৫ মে, কি ঘটেছিল সেদিন?
ইমান২৪.কম: আজ সেই ৫ মে। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের সাত বছর।
২০১৩ সালের ৫ মে ব্লগার ইস্যুসহ ১৩ দফা দাবিতে শান্তিপূর্ণভাবে ঢাকা অবরোধ কর্মসূচি পালন এবং পরবর্তীতে মতিঝিল শাপলা চত্বরে জমায়েত হয় অরাজনৈতিক ইসলামপন্থী সংগঠন হেফাজতের লাখ লাখ নেতাকর্মী ও সমর্থক।
সেদিন রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর ও আশপাশের এলাকায় জনসমুদ্র তৈরি হয়েছিল। শাপলা চত্বরে যাওয়ার পথে পুরানা পল্টন, দৈনিক বাংলা মোড় ও বায়তুল মোকাররম এলাকায় পুলিশ ও সরকার সমর্থকদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। দিনের বেলায় ওই সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়।
পরে গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজার সদস্যের সাঁড়াশি অভিযানের মধ্য দিয়ে শাপলা চত্বর থেকে হেফাজত কর্মীদের সরানো হয়।
তবে রাতের অভিযানে কত লোক নিহত হয় তা নিয়ে পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
রাতের অভিযানে কোনো লোক হতাহত হয়নি বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হলেও ওই সময় হেফাজতের পক্ষ থেকে প্রাথমিকভাবে আড়াই হাজার লোক নিহত হবার দাবি করা হয়।
ওই সময় ১৮ দলীয় বিরোধী জোট ও বিএনপির পক্ষ থেকেও গভীর রাতের অভিযানে বহু হতাহতের কথা বলা হয়েছিল।
অবশ্য ওই সময় হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে ৬১ জন নিহত হওয়ার দাবি করেছিল মানবাধিকার সংগঠন অধিকার।