রবির নূর অ্যাপে জাকাত-সদকা সুবিধা চালু

ইসলামিক লাইফস্টাইল অ্যাপ ‘নূর’-এর মাধ্যমে নির্দিষ্ট দাতব্য সংস্থায় জাকাত ও সদকা দেওয়ার সুযোগ চালু করেছে রবি। এ সুযোগ কাজে লাগিয়ে গ্রাহকরা চার্জ ছাড়াই অনলাইনে যেকোনো পরিমাণ অর্থ সহায়তা করতে পারবেন।

সোমবার ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। গ্রাহকরা নূর অ্যাপের মাধ্যমে তাদের জন্য প্রযোজ্য জাকাতের পরিমাণ হিসাব করতে এবং ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে দিতে পারবেন।

নূর অ্যাপের মাধ্যমে সদকা প্রদানেরও সুযোগ পাবেন রবি গ্রাহকরা। জাকাত ও সদকা হিসেবে সংগৃহীত সব অনুদান আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল, বিদ্যানন্দ ফাউন্ডেশন, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, স্কলার্স স্পেশাল স্কুল ফর স্পেশাল নিডস চিলড্রেন, রহমত-ই-আলম মিশন ও ইসলাম মিশন এতিমখানায় পাঠানো হবে।

নূর অ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে জাকাত বা সদকা পরিশোধের জন্য গ্রাহকদের রবিকে কোনও ধরনের চার্জ দিতে হবে না (তবে কার্ডের মাধ্যমে অর্থ প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক বা পেমেন্ট কোম্পানি চার্জ নিতে পারে)।

এছাড়া রবি বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় দেশে প্রথমবারের মতো ডিজিটাল ইফতার ভেন্ডিং মেশিন চালুর ঘোষণা দিয়েছে মোবাইল অপারেটরটি।

রমজান মাসজুড়ে পথশিশু এবং সমাজের সুবিধাবঞ্চিত বয়স্ক ব্যক্তিদের ইফতার দিতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর ও রাজশাহীর বিভিন্ন স্থানে স্থাপন করা হবে মেশিনগুলো। রবির রিচার্জ বান্ডল কিনলেই নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা হবে ‘আমার ইফতার’ নামের এ উদ্যোগে।

ফেসবুকে লাইক দিন