রংপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত
ইমান২৪.কম: রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় রফিকুল ইসলাম রফিক (৫৬) নামে সেনাবাহিনীর সাবেক এক সদস্য নিহত হয়েছেন। তিনি তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর বেলতলি গ্রামের মৃত ছকিমুদ্দিন প্রামাণিক ওরফে কালু চেয়ারম্যানের ছেলে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছে।
সোমবার (১৪ জুন) সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের আনজিরণ নেছা কৃষিপ্রযুক্তি বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— ভ্যানচালক আদর্শ গ্রামের মোকলেছুর রহমান (৩৭), মোটরসাইকেল আরোহী ঘনিরামপুর ঝাকুয়াপাড়া গ্রামের দুদু মিয়া (৪৮) ও ছকিনা বেগম (৩২)।
তারাগঞ্জ থানার ওসি ফারুক আহাম্মেদ জানান, বেলা ১১টায় তারাগঞ্জ বাজার থেকে ভ্যানে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা নীলফামারী নির্বাচন অফিসের একটি প্রাইভেটকার (নীলফামারী-ঘ-১১-০০৩৭) এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ওই ভ্যানকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম নিহত এবং আহত হন তিনজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।