রংপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত

ইমান২৪.কম: রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় রফিকুল ইসলাম রফিক (৫৬) নামে সেনাবাহিনীর সাবেক এক সদস্য নিহত হয়েছেন। তিনি তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর বেলতলি গ্রামের মৃত ছকিমুদ্দিন প্রামাণিক ওরফে কালু চেয়ারম্যানের ছেলে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছে।

সোমবার (১৪ জুন) সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের আনজিরণ নেছা কৃষিপ্রযুক্তি বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— ভ্যানচালক আদর্শ গ্রামের মোকলেছুর রহমান (৩৭), মোটরসাইকেল আরোহী ঘনিরামপুর ঝাকুয়াপাড়া গ্রামের দুদু মিয়া (৪৮) ও ছকিনা বেগম (৩২)।

তারাগঞ্জ থানার ওসি ফারুক আহাম্মেদ জানান, বেলা ১১টায় তারাগঞ্জ বাজার থেকে ভ্যানে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা নীলফামারী নির্বাচন অফিসের একটি প্রাইভেটকার (নীলফামারী-ঘ-১১-০০৩৭) এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ওই ভ্যানকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম নিহত এবং আহত হন তিনজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন