যে কারনে ভেনিজুয়েলার গচ্ছিত ১৪ টন সোনা ফিরিয়ে দিতে অস্বীকার করল ব্রিটেন
ইমান২৪.কম: ভেনিজুয়েলার প্রায় ১৪ টন সোনা ফিরিয়ে দিতে অস্বীকার করেছে ব্রিটেন। প্রায় ৫৫ কোটি ডলার সমমূল্যেরে এ সব স্বর্ণপিণ্ড ব্যাংক অব ইংল্যান্ডের কাছে গচ্ছিত রেখেছিল দেশটি।
ব্রিটিশ দৈনিক টাইমস দু’টি সূত্রের বরাত দিয়ে আরো জানিয়েছে, গত প্রায় দু’মাস ধরে ব্যাংক অব ইংল্যান্ডে ভল্টে গচ্ছিত সোনা দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে ভেনিজুয়েলা। কিন্তু হুন্ডি বিরোধী কিছু শর্ত বাস্তবায়ন করা হয় নি দাবী করে ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক গচ্ছিত সোনা ফিরিয়ে দিতে অস্বীকার করছে।
ব্যাংক অব ইংল্যান্ডের একটি ভবন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ সোনা ভেনিজুয়েলায় ফিরিয়ে এনে নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করবেন বলে যুক্তিহীন আশংকা প্রকাশ করেছে ব্যাংক অব ইংল্যান্ড। এদিকে, ভেনিজুয়েলার স্বর্ণ রফতানির বিরুদ্ধে গত সপ্তাহে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।
আরও পড়ুন: খাশোগি হত্যা: সিসি ক্যামেরায় ধরা