যে কারনে তারেক মনোয়ারসহ ৩ বক্তার ওয়াজ নিষিদ্ধ করল প্রশাসন!

ইমান টোয়েন্টিফোর ডটকম:দেশে ও আন্তর্জাতিকভাবে জনপ্রিয় ইসালামী ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও টিভি উপস্থাপক মাওলানা তারেক মনোয়ারসহ তিন বক্তার ওয়াজ নিষিদ্ধ করেছে কুমিল্লা জেলা প্রশাসন।

গত ১১ নভেম্বর (সোমবার) কুমিল্লা জেলা আইনশৃংখলা কমিটির সভায় জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এই সিদ্ধান্ত গ্রহণের কথা জানান।

ওয়াজ-মাহফিলে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে কুমিল্লায় তারা ওয়াজ করতে পারবেন না বলে কুমিল্লা জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।নিষিদ্ধের তালিকায় তারেক মনোয়ার ছাড়া অপর দুই বক্তা হলেন – আবদুর রাজ্জাক এবং জসিম উদ্দিন।

জেলা আইনশৃংখলা কমিটির সভার সভাপতি জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘উল্লেখিত ওয়াজকারী বক্তারা দীর্ঘ বছর ধরে ওয়াজের নামে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে আসছে। তাদের ওয়াজে ইসলামের আদর্শ দেশপ্রেমের চেয়ে উগ্রবাদ বেশি প্রকাশ পায়, তাই তাদের ওয়াজ কুমিল্লায় নিষিদ্ধ করা হলো।’

এস এম / ইমান টোয়েন্টিফোর ডটকম

ফেসবুকে লাইক দিন