যুবরাজ খাশোগিকে যত দ্রুত সম্ভব নিশ্চুপ করাতে বলেছিলেন
ইমান২৪.কম: সাংবাদিক জামাল খাশোগি ছিলেন সৌদি রাজপরিবারের সমালোচক। আর যেন সৌদির সমালোচনা না করতে পারে সেজন্য তাকে নিশ্চুপ করানোর নির্দেশ দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
ফোনে দেয়া সেই নির্দেশের রেকর্ডিং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র কাছে আছে বলে দাবি করেছে তুরস্কের একটি বার্তা সংস্থা। বৃহস্পতিবার তুরস্কের সংবাদমাধ্যম হুরিয়েতে বলা হয়, গত অক্টোবর মাসে আংকারা সফরে এসে সৌদি যুবরাজের ফোন রেকর্ডিংয়ের অস্তিত্ব সম্পর্কে ইঙ্গিত করেন সিআইএ’র পরিচালক জিনা হ্যাস্পেল।
খবর রয়টার্স’র। সাংবাদিক আব্দুলকাদির সেলভি হুরিয়েতে এক নিবন্ধে লিখেছেন, যুবরাজের ফোনালাপের একটি রেকর্ড আছে। তিনি দাবি করেন, সালমান ও তার ভাইয়ের মধ্যে ফোনালাপ হয়েছিল।
সেখানে যুবরাজ খাশোগিকে যত দ্রুত সম্ভব নিশ্চুপ করাতে বলেছিলেন। তবে একজন তুর্কি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, এসংক্রান্ত রেকর্ডের তথ্য তাদের কাছে নেই। অন্যদিকে বরাবরের মত সৌদি আরবের পক্ষ থেকে বলা হচ্ছে, জামাল খাশোগির হত্যাকাণ্ডের ব্যাপারে কিছুই জানতেন না যুবরাজ।
আরও পড়ুন: সরকার বিএনপির মনোনয়ন প্রত্যাশীর হত্যাকাণ্ড ঘটিয়েছে : রুহুল কবীর রিজভী