যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত হয়েছে
ইমান২৪.কম: যুক্তরাষ্ট্রের শিকাগোতে একটি হাসপাতালে গতকাল সোমবার বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও অনেকে।
খবর বিবিসির। বন্দুকধারীর গুলিতে নিহতের মধ্যে ২ জন নারী হাসপাতাল কর্মী এবং একজন পুলিশ কর্মকর্তা। দেশটির মার্সি হাসপাতালে এ হামলা চালানো হয় বলে বিবিসির খবরে বলা হয়।
পুলিশের একজন মুখপাত্র জানান, হামলাকারী ওই বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়। তবে তিনি পুলিশের গুলিতে না নিজের গুলিতে মারা গেছেন পুলিশ এখনো নিশ্চিত নয়।