যুক্তরাজ্যে প্রবেশ করার সময় এক লরি থেকে শিশুসহ ২১ জনকে উদ্ধার

ইমান২৪.কম: যুক্তরাজ্যে প্রবেশ করার সময় এক লরি থেকে শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে সে দেশের সীমান্তরক্ষিরা। বুধবার যুক্তরাজ্যের ছোট শহর নিউহেভেনে এক লরির ফ্রিজ থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা ভিয়েতনাম থেকে যুক্তরাজ্যে প্রবেশ করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

এদিকে উদ্ধারকৃত শিশুদের কোন মেডিকেল টিমের হাতে তুলে দেওয়া হয়নি। তাদের একটি সামাজিক সেবাদাতা প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ওই লরি থেকে উদ্ধারকৃত ১৮ বছর বয়স্ক একজন পুরুষ এবং ২৭ বছর বয়স্ক এক নারীকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হয়েছে।

ইমান২৪.কম: আফগানিস্তানে তালেবানের হামলায় অন্তত ২০ সীমান্তরক্ষী নিহত

প্রধানমন্ত্রীকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ১৬ ইসলামিক দলের অঙ্গীকার

ফেসবুকে লাইক দিন