আফগান শান্তি প্রক্রিয়া বানচাল করতে চায় ভারত
ইমান২৪.কম: পাকিস্তানের একজন সিনিয়র কর্মকর্তা ও সাবেক দূত আফগান শান্তি প্রক্রিয়া বানচালের ষড়যন্ত্র করার জন্য ভারতকে অভিযুক্ত করেছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্যানেল আলোচনায় পাকিস্তানের তথ্য ও সম্প্রচার সচিব হুসাইন দুররানি বলেন, ভারতের ষড়যন্ত্রের পরও আফগান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তান গঠনমূলক ভূমিকা পালন করে যাচ্ছে।
তার মন্ত্রণালয় ‘ডিকোডিং ইন্ডিয়ান ফরেন পলিসি ইন দ্য রিজিওনাল অ্যান্ড গ্লোবাল কনটেক্সট’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে।
পাকিস্তানের চির শত্রু ভারতকে অভিযুক্ত করে দুররানি বলেন, আফগান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকা বিশ্বস্বীকৃত। অন্যদিকে ভারত সবসময় আফগান শান্তি প্রক্রিয়া বানচাল করার জন্য নাশকতার চেষ্টা চালিয়েছে।
দিল্লীর ন্যাক্কারজনক চক্রান্ত ও ষড়যন্ত্রের পরও পাকিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে সফল হয়েছে বলে সচিব উল্লেখ করেন।
আফগানিস্তানে ১৮ বছর ধরে চলা আমেরিকার যুদ্ধ অবসানের লক্ষ্যে গত ফেব্রুয়ারিতে তালেবানের সাথে চুক্তি করে পেন্টাগন।
যার জের ধরে এখন কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে আমেরিকার মদদপুষ্ট কাবুল সরকারের শান্তি আলোচনা চলছে।