রাজধানীতে নিজের শরীরে আগুন দিলেন সংবাদ উপস্থাপিকা

ইমান২৪.কম: রাজধানীর মিরপুরে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন এক নারী। রোরবার (৬ জুন) রাত ৮টার দিকে পূর্ব কাজীপাড়ায় ৪৮১ নম্বর বাসার সামনে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ ওই নারীর নাম মাহমুদা সিহাবুম মুবিন মৌ (৩০)। তিনি এক সময় একটি বেসরকারি চ্যানেলে সংবাদ উপস্থাপিকা ছিলেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি সূত্র সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে, স্বামী একাধিক বিয়ে করায় ক্ষোভে ওই নারী নিজের শরীরে আগুন দিয়েছেন।

তার শরীর পুড়ে গেছে। তাকে রাতেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধ মৌয়ের স্বামীর নাম ইরফান হাইউম। তিনিও একটি বেসরকারি টেলিভিশনে চাকরি করেন বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, মাহমুদার শরীরের ৪৬ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা শঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। যে কারণে তাকে হাইডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, ‘হাইউম’ নাম পরিচয় দেয়া এক ব্যক্তি তাকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করিয়েছেন। হাইউম জানিয়েছেন, মিরপুরের কাজীপাড়া এলাকার বাসায় এ ঘটনা ঘটেছে। হাইউম নামের ওই ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি নিজেকে ওই নারীর স্বামী বলে পরিচয় দেন। তবে কীভাবে মাহমুদা দগ্ধ হয়েছেন, তিনি সেটি বলেননি। হাইউম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কাজ করেন বলে জানান।

ফেসবুকে লাইক দিন