যশোর বেনাপোলে ভুয়া মেজর আটক করেছে বিজিবি
ইমান২৪.কম: যশোরের বেনাপোল সীমান্তে ভুয়া মেজর পরিচয়ের রেজাউল ইসলাম (৩৭) নামে এক প্রতারককে আটক করেছ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল সীমান্তের চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কাছ থেকে তাকে আটক করা হয়।
রেজাউল বেনাপোল পোর্টথানার বড়আঁচড়া গ্রামের ছাবদার মড়লের ছেলে। বিজিবি জানায়, অতিরিক্ত মালামাল সঙ্গে নেওয়ার অভিযোগে এক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় রেজাউল নামে একজন নিজেকে মেজর পরিচয় দিয়ে যাত্রীর মালামাল ছেড়ে দিতে বলে। তার আচারণে সন্দেহ জনক হলে খোঁজ নিয়ে তাকে ধরা হয়।
পরে জিজ্ঞাসাবাদে জানা যায় সে ভুয়া মেজর। মিথ্যা পরিচয়ে দির্ঘদিন ধরে সে এ ধরনের প্রতারনা করছিল। ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক ভুয়া মেজরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ইমান২৪.কম: আফগানিস্তানে তালেবানের হামলায় অন্তত ২০ সীমান্তরক্ষী নিহত
প্রধানমন্ত্রীকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ১৬ ইসলামিক দলের অঙ্গীকার
আরও পড়ুন: