মোবাইলের মূল নম্বর ঠিক রেখে অপারেটর বদল

ইমান২৪.কম: মোবাইলের মূল নম্বর ঠিক রেখে অপারেটর বদল বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবা ১ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে।

এমএনপি সেবার লাইসেন্স পাওয়া ইনফোজিলিয়ন বিডি-টেলিটেকের ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসেন সাংবাদিকদের বলেন, আগামী ১ অক্টোবর থেকে এমএনপি সেবা দিতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

১ অক্টোবর রাত থেকেই এ সিস্টেমটি শুরু হবে। মাবরুর বলেন, অপারেটরে গ্রাহক যেতে চায় সে অপারেটরকে ফি দিয়ে আবেদন করবেন। এমএনপি সেবা নিতে ৩০ টাকা ফি নির্ধারিত করা হলেও তা পরিবর্তন করে ৫০ টাকা করা হয়েছে।

যে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে তার অপারেটর বদলে যাবে। পুনরায় অপারেটর পরিবর্তন করতে হলে তাকে ৯০ দিন অপেক্ষা করতে হবে। গত নভেম্বরে এমএনপি সেবার লাইসেন্স পায় বাংলাদেশ ও স্লোভেনিয়ার কনসোর্টিয়াম ইনফোজিলিয়ন বিডি-টেলিটেক।

আরও পড়ুন: লন্ডনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো শায়খুল ইসলাম কনফারেন্স

সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি নিশ্চিত রাষ্ট্রক্ষমতায় যাবে : এরশাদ

ফেসবুকে লাইক দিন