মেরামতের একদিন পরই ফের গ্যাস বের হচ্ছে সেই মসজিদের সামনে

ইমান২৪.কম: নারায়ণগঞ্জের তল্লার সেই মসজিদের সামনে তিতাস গ্যাসের পাইপ থেকে আবারো গ্যাস নির্গত হচ্ছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলের পর থেকে এলাকাবাসী গ্যাস নির্গত হতে দেখে। এর আগে বৃহস্পতিবার গ্যাস লাইনের লিকেজ মেরামত করে তিতাস কর্তৃপক্ষ।

শুক্রবার বিকেলের পর থেকেই মসজিদের সামনের পাইপে আবারো গ্যাস নির্গত হতে থাকে। প্রায় আধা ঘণ্টার বেশি সময় এই গ্যাস নির্গত হয় বলে এলাকাবাসী জানান।

তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জোনের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ধরনের তথ্য আমরা এখনো পাইনি।

তবে গ্যাস বের হয় কিনা সেটি চেক করতে আমরা এখনো মাটি ভরাট করিনি। যদি এরকম গ্যাস বের হয়ে থাকে তাহলে কাল মেরামত করে দেওয়া হবে।

গত ৪ সেপ্টেম্বর রাতে পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মসজিদের মুয়াজ্জিন, ইমাম, শিশু, শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও ফটোসাংবাদিকসহ ৩৭ জন দগ্ধ হয়।

যাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এর মধ্যে গত শুক্রবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর বাকী পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ফেসবুকে লাইক দিন