মূর্তি ভাঙার হিড়িক চলছে আমেরিকায়

ইমান২৪.কম: আমে’রিকার মিনেসোটার সেইন্টপল থেকে ইতালীয় অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাসের একটি মূ’র্তি অপসারণ করা হয়েছে।

১০ ফুট উচ্চতার ব্রোঞ্জের মূর্তিটি তার গ্রানাইটের বেদি থেকে টেনে নামা’নো হয়েছে। বর্ণবাদবিরোধী বিক্ষোভের মধ্যেই দেশটিতে এবার মূর্তি ভা’ঙার হিড়িক চলছে। এখবর দিয়েছে রয়টার্স।

মিনেসো’টাভিত্তিক স্থানীয় আদিবাসী আন্দোলনকারীরা এ কাজে নেতৃত্ব দেন।

অ্যাক্টিভিস্ট মাইক ফোরসিয়া বলেন, সঠিক সময়ে সঠিক কাজটি করা হয়েছে।

বুধবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি মার্কিন কংগ্রেস ভবন থেকে যুক্তরাষ্ট্রের গৃহযু’দ্ধকালীন কনফে’ডারেট নেতা ও সেনাদের ১১টি ভাস্কর্য সরিয়ে নেয়ার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন।

এছাড়া বোস্টন, মিয়ামি, ভার্জিনিয়ায় কলম্বাসের মূর্তি ভেঙে ফেলা হয়েছে।

আমেরিকার স্থা’নীয় আদিবাসী আন্দোলনকারীরা কলম্বাসকে সম্মান জানানোর বিরুদ্ধে অনেক দিন ধরেই আপত্তি জানিয়ে আসছিলেন।

বর্ণবাদী বিক্ষোভের মধ্যেই দা’স ব্যবসায়ী ও উপনিবেশ স্থাপনকারীদের মূর্তি সরানোর আহ্বান জানানো হয়েছে।

আদিবাসী আমেরিকানদের অভিযোগ, কলম্বাসের আমেরিকা অভিযাত্রার পরেই উপনিবেশ স্থাপন ও গণহত্যার ঘটনা ঘটেছে।

ফেসবুকে লাইক দিন