মুসলিম মহিলাদের জন্য ফের এক নয়া ফতোয়া জারি
ইমান২৪.কম: মুসলিম মহিলাদের জন্য ফের এক নয়া ফতোয়া জারি করল দারুল উলুম দেওবন্দ। মুফতি ইশরার, মুসলিম মহিলাদের হাতে নেলপলিশ লাগানোকে ইসলাম বিরোধী বলে এর পরিবর্তে মেহেন্দি ব্যবহার করা উচিত বলেছেন। এর আগেও মুসলিম মহিলাদের জন্য দারুল উলুম বেশকিছু ফতোয়া জারি করেছিল।
সম্প্রতি মুসলিম মহিলাদের আইব্রো (ভ্রু সুন্দর করে তোলা) করার বিরুদ্ধেও ফতোয়া জারি করেছিল দেওবন্দ। আই ব্রো করা বা চুল কাটাকে ইসলাম বিরোধী বলা হয়েছিল। শুধু তাই নয়, বাজারে গিয়ে বা দোকানে গিয়ে রক্তের সম্পর্ক না থাকা অপরিচিত পুরুষের থেকে (বিক্রেতাও হতে পারে) চুড়ি পরাকেও অপরাধ বলা হয়েছিল।
জারি করা হয়েছিল ফতোয়াও। জানা যায়, ইসলামিক শরীয়ত অনুযায়ী যেসব পুরুষের সঙ্গে রক্তের সম্পর্ক নেই, সেইসব পুরুষের থেকে পর্দার আড়াল থাকতে বলা হয়েছে মুসলিম মহিলাদের। আর তারই ভিত্তিতে ফতোয়া জারি করে দারুল উলুম দেওবন্দ।
প্রসঙ্গত, শুধু ভারতে নয় সমগ্র বিশ্বে ইসলামিক ইতিহাসে দারুল উলুম দেওবন্দের একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। অনেকেই তাদের এই ফতোয়া অক্ষরে পালনও করেন।
আরও পড়ুন: শেখ হাসিনার অধীনেই নির্বাচনে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট!
অসংগতিতে ভরা মামলা দিয়েই গণস্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখলের চেষ্টা