মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য, আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ রবিনসন
ইমান২৪.কম: মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পাশাপাশি এশিয়ান ঐতিহ্য ও মহিলাদের নিয়ে চরম অবমাননাকর মন্তব্যের দায়ে ইংল্যান্ডের ক্রিকেটার অলি রবিনসনকে (২৭) অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এক বিবৃতিতে অলির শাস্তির কথা জানান ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন। সেই বিবৃতিতে বলা হয়েছে– ইংল্যান্ড ও সাসেক্সের বোলার অলি রবিনসনকে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।
তার ২০১২ ও ২০১৩ সালে করা টু্ইটগুলোর বিষয়ে যথাযথ তদন্ত করা হবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।
এর আগে আট বছর আগে মুসলিমবিদ্বেষী এই ক্রিকেটার তার টুইট বার্তায় লেখেন, মুসলিম মানেই সন্ত্রাসবাদ।
এছাড়া মহিলাদের নিয়ে বেশ কিছু লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য করেছিলেন। এশিয়ান ঐতিহ্য নিয়ে নানা ধরনের কটাক্ষমূলক কথাবার্তা বলেন।
পরে তীব্র বিতর্কের মাঝে ক্ষমা চাইতেও বাধ্য হলেন এই ক্রিকেটার। তিনি বলেন, আমি নিজের এমন মন্তব্যের জন্য খুবই লজ্জিত।
আমার পরিস্থিতি তখন যেমনই হোক বিচার-বিবেচনা না করে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কোনো ব্যাখা হয় না।
আমি নিজের ভুলের জন্য লজ্জিত। আমার কথায় আঘাতপ্রাপ্ত সবার কাছে আমি ক্ষমা চাইছি।