মুফতি ইজহারকে নিয়ে ডিবিসি নিউজের মিথ্যাচার

ইমান২৪.কম: ডিবিসি নিউজের ইসলামপন্থীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা নতুন নয়, এটা তাদের রুটিন ওয়ার্ক বলা চলে। আর এই কাজ করতে তাদের প্রতিনিয়ত মিথ্যাচারের আশ্রয় নেয়া লাগে। আজকের হেফাজত বিরোধী এক নিউজে দেখলাম ডিবিসি বলছে হেফাজত নেতা মুফতি হারুন ইজহারের বাবা আশির দশকে তালেবানদের সাথে যোগ দিতে আফগানস্তানে গিয়েছিলো।

তবে মজার ব্যাপার হলো আশির দশকের তালেবানের জন্মই হয়নি, তালেবান মুভমেন্টের সূচনা হয় ১৯৯৪ সালে। তাহলে আশির দশকে তালেবান আসলো কোথা থেকে? আর যোগই বা দিলো কীভাবে? (আর তালেবান কী কোন সন্ত্রাসী গোষ্ঠি? তাহলে এভাবে নিউজের হেতু কী? যারা আন্তর্জাতিক মিডিয়ার খবরাখবর দেখেন তারা অবশ্য জানেন, তালেবানে সাথে বিশ্বের সকল শক্তিশালী রাষ্ট্রের কুটনৈতিক যোগাযোগ আছে এবং প্রত্যহই যোগাযোগ হচ্ছে)

আশির দশকে আফগানে সোভিয়েত বিরোধী ‘আফগান জিহাদ’ চলছিলো। আর সে যুদ্ধের বিরোধীতা বাংলাদেশ তো দূরে থাক খোদ মার্কিন যুক্তরাষ্ট্রও করেনি। কিন্তু এই যুদ্ধ নিয়েও আমাদের বাম বাবুরা জল ঘোলা করার চেষ্টা করবে, এর পেছনে অবশ্য অন্য কারণও আছে।

সে আফগান জিহাদে পরাজিত হয়ে আমাদের বাম বাবুদের পূন্যভূমি সোভিয়েত ইউনিয়ন কেবল আফগান ছাড়তেই বাধ্য হয়নি, এর ফলস্বরূপ সর্ববৃহৎ ও প্রধান সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের পতন হয়, সৃষ্টি হয় একাধিক বৃহৎ মুসলিম স্বাধীন রাষ্ট্রের।

লাল পতাকার ভবিষৎ শেষ হয়ে যায়। এজন্য লাল পতাকাবাহী বঙ্গ দেশের বামরা শোকে-কষ্টে-ব্যথায় সুযোগ পেলেই এ বিষয়ে কৃত্তিম আতঙ্ক ছড়িয়ে আজও একটু সুখ পাবার বৃথা চেষ্টা করে থাকে। যদিও তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি এরশাদ আফগান মুজাহিদ নেতা গুলবুদ্দিন হেকমতিয়াতের সাথে বাংলাদেশে বসে বৈঠকও করেছে।(সম্ভবত হোটেল সেরাটনে)

কথায় আছে ‘মানিকে মানিক চেনে’ , আর এ ইস্যুতেও ডিবিসিও মানিক চিনে নিয়েছে। আর মানিকটা হচ্ছে সর্বকালীন সরকারপার্টির নেতা মুফতি ওয়াক্কাস। সরকারপার্টির এই মুফতি ওয়াক্কাস, এরশাদের সময় ছিলো এরশাদের কেবিনেটের মন্ত্রী। এরপর বিএনপির আমলে ছিলো ধানের শীষের এমপি, আর এখন আওয়ামী লীগের আমলে শোকরানা মাহফিল করে বেড়াচ্ছেন আর হেফাজতকে বিতর্কিত করার জন্য ডিবিসির সাথে কন্ঠ মিলিয়ে কাজ করতে যাচ্ছেন। দালালি কী তবে মুফতি ওয়াক্কাসের মজ্জাগত!

তবে আওয়ামী লীগের একটি ভালো গুন আছে তারা দালালদের ভালোভাবে ব্যবহার করতে জানে, কার্য হাসিল হলে ব্যবহৃত টিস্যুর মত ফেলে দিতে সময় নেয় না। ইমরান এইচ সরকার আর গণজাগরণ মঞ্চের ইতিহাস তো আমাদের সামনেই আছে।

সুত্র: https://www.facebook.com/101Ahmed/posts/1705357309626375

(সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিতে প্রকাশিত সব লেখা একান্তই লেখকের নিজস্ব মতামত। এর সাথে পত্রিকার কোন সম্পর্ক নেই)

ফেসবুকে লাইক দিন