মুখ দিয়ে কুরআনের পাতা উল্টিয়ে ৩০ পারার হাফেজ
ইমান২৪.কম: ৩৫ বছর বয়সী তারিক আল-ওদা’য়ীকে শারীরিক প্রতিব’ন্ধকতা দমাতে পারেনি।
জন্ম থেকেই হাত-পা নেই। তারিক আল-ওদায়ী পেটে ভর করে পথ চলেন।
কঠিন রোগে ভোগেও তিনি মুখ দিয়ে পবিত্র কোর’আনের পাতা উল্টিয়ে ৩০ পারা মুখস্থ করতে সক্ষম হয়েছেন।
অদম্য স্পৃহায় চার বছরে কোরআনের হাফেজ হয়েছেন তিনি। মুখ দিয়ে পবিত্র কোর’আনের পাতা উল্টিয়ে নিয়মিত কোরআন তেলাওয়াত করেন তারিক।
সৌদি আরবের আসির প্রদেশের সিরাহ ওবাইদা শহ’রের ৩৫ বছর বয়সী এই তারিক আল-ওদায়ীর বাসায় গিয়ে তার শিক্ষক পবিত্র কোরআন তেলাওয়াত ও হেফজ প্রশিক্ষণ দিতেন।
এছাড়াও তারিক টেলিফোন এবং কম্পিউটার চালানো শিখেছেন ও সামাজিক নেটওয়ার্কেও তিনি সক্রিয় রয়েছেন।
বিভিন্ন আলেম’দের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে যোগা’যোগ রাখেন বলে জানা গেছে।
সৌদি আরবের আসির প্রদে’শের কোরআন হেফজ সেন্টারের সহযোগিতায় তিনি চার বছরে সম্পূর্ণ কোরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।