‘মিন্নির মতো মেয়ে যেন আর কারো ঘরে না জন্মায়’
ইমান২৪.কম: রিফাত শরীফের বাবা আ. হালিম দুলাল শরীফ বলেছেন, মিন্নির মতো মেয়ে যেন আর কারো ঘরে না জন্মায়।
এ মেয়েটার জন্য দুইটা ছেলের জীবন অকালে ঝরে গেছে আরও ২৪টা ছেলের জীবন ঝুলছে।
আমি এই মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি প্রত্যাশা করি। বুধবার (৩০ সেপ্টেম্বর) বরগুনা জেলা জজ আদালত চত্ত্বরে তিনি এসব কথা বলেন।
আ. হালিম দুলাল বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি হোক আর যারা জড়িত না তারা মুক্তি পাক।
তবে মিন্নির মতো মেয়ে যেন আর কারো ঘরে না জন্মায়। আমি প্রত্যাশা করি, মিন্নির যাবজ্জীবন কারাদণ্ড হোক।
আমরা যেমন রিফাতের কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি। তার বাবা-মাও যেন কারাগারের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে।