মান্নার নাগরিক ঐক্যকে যে ৯ আসন দিল বিএনপি

ইমান২৪.কম: জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরীক মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যকে ৯টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। দলটির নির্বাচনী সমন্বয়ক মনজুর কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার রাতে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা ও দলের নির্বাচনী সমন্বয়ক মনজুর কাদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের দাবি ছিল ৩০টির বেশি আসন। পরে সমঝোতার মাধ্যমে আমাদের ৯টি আসন দেয়া হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের মনোনয়ন চিঠি দেওয়া হবে।

তবে যদিও এ বিষয়ে বিএনপির কোনো নেতা কিংবা ২০ দলীয় জোটের শরিক দলের কারও মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

এ ছাড়া দলটির হয়ে ধানের শীষ প্রতীকে এসএম আকরাম লড়বেন নারায়ণগঞ্জ-৫ আসনে। ময়মনসিংহ-২ অ্যাডভোকেট নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ মোবারক হোসেন, রংপুর-১ শাহ মো. রহমতউল্লাহ, রংপুর-৫ মোফাখখারুল ইসলাম নবাব, চাঁদপুর-৩ অ্যাডভোকেট ফজলুল হক সরকার, সাতক্ষীরা-২ অ্যাডভোকেট রবিউল ইসলাম ও বরিশালের একটি আসন থেকে নির্বাচন করবেন জাহাঙ্গীর।

আরও পড়ুন: মনোনীত প্রার্থীদের চিঠি দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন মির্জা ফখরুল

আ.লীগের মনোনয়ন পেলেন প্রধান নির্বাচন কমিশনারের ভাগ্নে সাজু

সারাদেশে আ.লীগের মনোনয়ন বঞ্চিতদের তান্ডব: লাঠি মিছিল হামলা ভাঙচুর সংঘর্ষ

এবার ওবায়দুল কাদেরের বক্তব্যের কড়া জবাব দিলেন ড. কামাল হোসেন

আপিলে খালাস পেলেও নির্বাচনে অংশ পারবেন না খালেদা জিয়া: অ্যাটর্নি জেনারেল

নির্বাচনকে সামনে রেখে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে জামিন দিল হাইকোর্ট

ফেসবুকে লাইক দিন