‘মানুষ আমার জন্য রোজা রাখে, নফল নামাজ পড়ে’ : তুহিন আহাম্মদ খান

ইমান২৪.কম: ‘আমার কাছে রাজনীতির অর্থ হচ্ছে- স্বেচ্ছায় মানুষের জন্য কাজ করা। আমি বঙ্গবন্ধুর আদর্শে দেশ ও এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই।’ বলছিলেন যুক্তরাজ্যের লন্ডন মহানগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি প্রকৌশলী তুহিন আহাম্মদ খান। তিনি আগামী জাতীয় নির্বাচনে নেত্রকোনা- ৫ (পূর্বধলা) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। তুহিন আহাম্মদ খান স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত হন।

পরবর্তীতে ময়মনসিংহ পলিটেকনিক্যাল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এরপর উচ্চ শিক্ষা গ্রহণের জন্য পাড়ি জমান দেশের বাইরে। কর্মজীবনেও যুক্ত ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। তুহিন আহাম্মদ বলেন, ‘আমি রাজনীতির মানুষ। মাঝে কিছুদিন কর্মে বেশি সময় দিলেও রাজনীতির বাইরে ছিলাম না। আমার ধারণা ছিল- আগে নিজে স্বাবলম্বী হতে হবে। আমি দুর্নীতিকে ঘৃণা করি। পরিশ্রম করে সফল হয়েছি। এখন এলাকার মানুষের জন্য কাজ করতে চাই।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের বিষয়ে নিজের আশাবাদের কথা জানিয়ে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের ময়মনসিংহ বিভাগের জ্যেষ্ঠ সহ-সভাপতি তুহিন বলেন, ‘আমি যেমন জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী, তেমনি আরও অনেকেই আছেন মনোনয়ন প্রত্যাশী। নির্বাচন করতে মনোনয়ন সবাই চাইতে পারেন। এতে দোষের কিছু নেই। মাথায় রাখতে হবে আমরা সবাই আওয়ামী লীগের। বঙ্গবন্ধুর আদর্শে আমাদের পথচলা। এখানে কোনও বিরোধ নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের জন্যে মাঠে কাজ করে যেতে হবে।

দল যাকেই মনোনয়ন দেবে তাকেই জয়ী করতে সবাইকে কাজ করতে হবে।’ নেত্রকোনোর পূর্বধলার মানুষ নেতৃত্ব পরিবর্তনের পক্ষে- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আমার এলাকার মানুষে শান্তি-প্রিয়। এখানকার মাটি আওয়ামী লীগের ঘাঁটি। এলাকার উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন,রাজনীতিতে স্বচ্ছতা বজায় রাখা, নিয়োগ-বাণিজ্যসহ সকল অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে জনগণ। আমার এলাকার জনগণ আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছেন। আগামীতে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে এলাকার নেতা-কর্মী, সমর্থকেরা গণজোয়ার তৈরি করছেন।’

তরুণ এই নেতা মনে করেন, রাজনীতিতে অবশ্যই তরুণদের আসা উচিৎ। কারণ তরুণরাই তরুণদের মনের কথা সবচেয়ে ভাল বুঝতে পারে। তিনি বলেন, আমি যেভাবে মেধা, সময় ও শ্রম দিতে পারবো তা অন্য কারও পক্ষে দেওয়া কঠিন। তরুণরা আমার সঙ্গে যেভাবে মিশতে পারবে, অন্যদের সঙ্গে ততটা পারবে না। তাছাড়া তরুণদের চিন্তা চেতনার সঙ্গে আমাদের চিন্তা চেতনায় সবচেয়ে বেশি মিল থাকবে।

আওয়ামী পরিবারের এই সদস্য বলেন, ‘আমি দলীয় মনোনয়ননের ব্যাপারে শতভাগ আশাবাদী। এলাকার মানুষ আমাকে চায়। দলীয় নেতাকর্মীরাও আমার সঙ্গে আছেন। কারণ আমাকে নিয়ে কোনও সমালোচনা নেই। মানুষ আমার জন্য রোজা রাখে, নফল নামাজ পড়ে, কোরআন খতম করে। এটাই তো আমার কাছে বড় পাওয়া।

আরও পড়ুন: 

ফেসবুকে লাইক দিন