মাদানীনগর মাদরাসার শাইখুল হাদিস মাওলানা যাকারিয়া ইন্তেকাল করেছেন

ইমান২৪.কম: বাংলাদেশের প্রবীণ আলেম ঢাকার দারুল উলূম মাদানীনগর মাদরাসার শাইখুল হাদিস মাওলানা যাকারিয়া সন্দিপী আজ সন্ধ্যা ৬.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাদানীনগর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান জানান, মাওলানা যাকারিয়া সম্পূর্ণ সুস্থ ছিলেন। আজ তিনি মাদানীনগর মাদরাসায় দরস দিয়েছেন। বাদ মাগরিব নিজের রুমেই তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ২ ছেলে, হাজার ছাত্র-শিষ্য ও গুণগ্রাহী রেখে গেছেন।

শাইখুল হাদিস মাওলানা যাকারিয়া ফিদায়ে মিল্লাত সায়্যেদ আসআদ মাদানী রহ. এর খলিফা।

তিনি ভারতের জামিয়াতুল উলুম রাজস্থানের মুহাদ্দিস ছিলেন। মাদানীনগর মাদরাসার আগে জামিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ-ঢাকায়ও দরস দেন।

শাইখুল হাদিস মাওলানা যাকারিয়া রহ. চট্টগ্রাম জেলার সন্দিপে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

আগামীকাল রোববার সকাল দশটায় মাদানীনগর মাদরাসা মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মাদানীনগর মাদরাসার মুহতামিম মাওলানা ফয়জুল্লাহ সন্দিপী।

মাওলানা যাকারিয়া’র আকস্মিক ইন্তেকালে মাদরাসায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: অবশেষে নির্বাচনে যাচ্ছে বিএনপি?

এখন সংকট আরও কঠিন, আরও ভয়াবহ: মির্জা ফখরুল

আ. লীগের মনোনয়ন ফরম কিনলেন ব্যারিস্টার নাজমুল হুদা

ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করে সরকার গঠন করবো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

নৌকা প্রতীকে নির্বাচন করবেন ক্রিকেটার মাশরাফি-সাকিব

ফেসবুকে লাইক দিন