মাদরাসার ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র্যাবের জালে আসামি
ইমান টোয়েন্টিফোর ডটকম: গত ২৭ নভেম্বর এক ব্যক্তি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর ফরিদপুর ক্যাম্পে এসে অভিযোগ করেন, তার মাদরাসাপড়ুয়া ১১ বছর বয়সী কন্যাকে গত ২২ নভেম্বর মো. ইউসুফ আলী ভুইয়া নামে এক ব্যক্তি ভ্যানে করে মাদরাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে গেছে।
ওই ব্যক্তি মেয়েটিকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে টাকা দাবি করছে এবং টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
এমন এক অভিযোগ পেয়ে মাঠে নামে র্যাব ৮, ক্রাইম প্রিভেনশন কম্পানি ২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল। তারা শুরু করে গোয়েন্দা নজরদারি ও প্রাপ্ত নানা তথ্যের প্রযুক্তিগত বিশ্লেষণ।
এর মাধ্যমে তারা ঘটনার সত্যতা পায় এবং যোগাযোগ প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে।
এর পর একটি বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয় অভিযুক্ত মো. ইউসুফ আলী ভুইয়া (৩০)-কে। তার পিতার নাম মৃত হোসেন আলী ভুইয়া। বাড়ি নারায়ণগঞ্জ। এ সময় অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৮ এর উপ-অধিনায়ক, ক্রাইম প্রিভেনশন কম্পানি ২ এর কম্পানি কমান্ডার ও ফরিদপুর ক্যাম্প কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে সে ভিকটিমকে ঢাকায় চিড়িয়াখানা দেখানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে এবং ভিকটিমের বাবার কাছে মুক্তিপণ দাবি করে এবং সেই সঙ্গে শিশুটিকে ধর্ষণও করে।