মাগুরা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থীকে জেলহাজতে পাঠালো আদালত

ইমান২৪.কম: মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকালে মাগুরা জেলা জজ আদালতে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালে মঘীর ঢালে ৫ বালু শ্রমিক হত্যার মামলায় অভিযুক্ত হন তিনি। চলতি মাসের ১৯ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ ধানের শীষ প্রতীকের এ প্রার্থীকে ৮ সপ্তাহের আগাম জামিন প্রদান করেছিলেন।

এ দিকে এ ঘটনায় মনোয়ার হোসেন খানের একান্ত সহকারী রুবায়েত হোসেন বলেন, হাইকোর্টের জামিন আবেদনের প্রেক্ষিতে সরকার আপিল করলে তার জামিন স্থগিত হয়ে যায়। পরে আজ সকালে তিনি জামিন আবেদনের জন্য নিম্ন আদালতে উপস্থিত হলে জেলা দায়রা জজ এজলাস শেখ মফিজুর রহমান তার জামিন না মঞ্জুর করেন।

এ বিষয়ে মনোয়ার হোসেনের আইনজীবী টগর হোসেন বলেন, মনোয়ার হোসেন খানের বিরুদ্ধে রাজনৈতিক মামলায় তিনি ন্যায্য বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তাকে কারাগার থেকে বের করা হবে।

জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল বলেন, আজ সকাল থেকেই আদালত প্রাঙ্গণে পুলিশের অতিরিক্ত মোতায়েন ও সাদা পোশাকে পুলিশের উপস্থিতি বলে দিয়েছে এই অবস্থার মধ্য দিয়ে কখনোই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

আরও পড়ুন: জাতীয় পার্টিতে পদত্যাগের হিড়িক; কার্যালয়ে তালা!

এসপি-ডিসি সবকিছুই তাদের, সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে: পার্থ

নির্লজ্জ ইসি, তার চেয়েও নির্লজ্জ সিইসি : মাহমুদুর রহমান মান্না

চাকরির আশ্বাসে আ’লীগ এমপিকে দেয়া ঘুষের টাকা ফেরত নিতে রাস্তায় অবস্থান চাকরিপ্রার্থীদের

ভোট কক্ষে ভিডিও বা স্থির চিত্র ধারণ অপরাধ, পর্যবেক্ষকরা কেন্দ্রের গোপন কক্ষে প্রবেশ নিষেধ

এত কথা বলে কি লাভ সুষ্ঠুভাবে নির্বাচনটা দিন না, দেখেন কে কতটা আসনে জেতে: মির্জা ফখরুল

ফেসবুকে লাইক দিন