মাকে মুখে লাথি মেরে বের করে দিল ছেলে!
ইমান২৪.কম: মাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছে নিজের ছেলে। নাটোরের সিংড়া উপজেলায় কুষাবাড়ী গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধা রহিমার সঙ্গে ঘটে এমন অপ্রত্যাশিত ঘটনা। শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী ওই মার কাছে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, আমার ঘর-সংসার, ছেলে-মেয়ে সব থাকার পরও আজ আমি বড় অসহায়। জায়গা-জমিসব লিখে দিয়েছি। ঘর-বাড়ি সব কিছু নিয়ে মুখে লাথি মেরে ফেলে দিল।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা কুষাবাড়ী গ্রামের প্রয়াত হুসেন প্রামাণিকের স্ত্রী রহিমা প্রায় ১০ বছর আগে তার স্বামীকে হারান। এরপর থেকেই তার ৭ ছেলে-মেয়ের পরিবারে সঙ্গে জীবনযাপন করতে থাকেন। সম্প্রতি মেজ ছেলে বেল্লাল হোসেন একটু বেশি আদরে হওয়ায় তাকে জমি-জমা ও ঘর-বাড়ি লিখে দেন। ঘটনার দিন সকালে ছেলের কাছে টাকা চাইলে মায়ের মুখে লাথি মেরে ফেলে দেয় ছেলে বেল্লাল হোসেন।
এ ঘটনায় বাংলাদেশ মানবাধিকার কমিশন সিংড়া উপজেলার সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বৃদ্ধা মায়ের মুখে লাথি মেরে ফেলে দেয়া দুঃখজনক বিষয়। ওই বৃদ্ধা মহিলাকে সহযোগিতা করার জন্য মানবাধিকার কমিশনের সদস্যরা পাশে রয়েছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, কোনো ছেলে তার মায়ের মুখে লাথি মেরে ফেলে দিতে পারে এটা অমানবিক বিষয়। বেল্লালকে আটক করা হবে।
আরও পড়ুন: জাতীয় পার্টিতে পদত্যাগের হিড়িক; কার্যালয়ে তালা!
এসপি-ডিসি সবকিছুই তাদের, সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে: পার্থ
নির্লজ্জ ইসি, তার চেয়েও নির্লজ্জ সিইসি : মাহমুদুর রহমান মান্না
ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ দখলের আহ্বান জানালো আরেক বিজেপির নেতা!
ভোট কক্ষে ভিডিও বা স্থির চিত্র ধারণ অপরাধ, পর্যবেক্ষকরা কেন্দ্রের গোপন কক্ষে প্রবেশ নিষেধ
এত কথা বলে কি লাভ সুষ্ঠুভাবে নির্বাচনটা দিন না, দেখেন কে কতটা আসনে জেতে: মির্জা ফখরুল